পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ఫి পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকা vকপিলেশ্বর ফতেসিংহের রাজা সবিতা রায়ের প্রপৌত্র জয়রাম রায়ের স্থাপিত। পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকার বিবরণ দেখিলে এ বিষয়ে আর সংশয় থাকে না। ৬/কপিলেশ্বরের মন্দিরের, তৎসংলগ্ন বাগানের, দেবসেবার বন্দোবস্তের এবং মেলার বিস্তৃত বিবরণ পঞ্জিকায় বর্ণিত হইয়াছে। শক্তিপুর গ্রাম ও কপিলেশ্বর মন্দির এক্ষণে ফতেসিংহের অধিকারভুক্ত নাই । সম্ভবতঃ পলাশী পরগণার সহিত উহা ফতেসিংহ হইতে বিচ্ছিন্ন হইয়া নবদ্বীপাধিপতির অধিকার छूऊ श्ब्र । কপিলেশ্বর দেবের বর্তমান অবস্থা সম্বন্ধে শক্তিপুরনিবাসী শ্ৰীযুক্ত নবীনচন্দ্র সাহার সঙ্কলিত বিবরণের মৰ্ম্ম নিম্নে দেওয়া গেল । ৮কপিলেশ্বর মন্দির শক্তিপুরের উত্তরপূৰ্ব্ব সীমান্তে অবস্থিত। শক্তিপুর পুৰ্ব্বে পলাশী পরগণার অন্তর্গত ও কৃষ্ণনগরাধিপের অধিকারভুক্ত ছিল, এক্ষণে পলাশী হইতে খারিজ হইয়াছে ; নাম “পরগণা পলাশীর খারিজা।” শক্তিপুরের উত্তরাংশ ৮কপিলেশ্বরের সম্পত্তি থেরাজি দেবোত্তর ; এই অংশের নাম শিবপুর । এক্ষণে শিবপুর অর্থাৎ শক্তপুরের দেবোত্তর অংশ নদীয়ারাজের অধিকারে আছে ; কিন্তু শক্তিপুর মধ্যে ভিন্ন ভিন্ন জমাদারের হস্তগত হইয়াছিল । বর্তমান মালিক কাশমবাজারের মহারাজ মণীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর । শক্তিপুর মুর্শিদাবাদ কালেক্টরির ৪৫৫ নম্বর ও শিবপুর ১০৭৬ নম্বর তৌজিভুক্ত। কপিলেশ্বরের বক্তমান মন্দিরের পূৰ্ব্বে প্রায় একরাশ দুরে ভাগীরথী ; বর্ষাকালে গঙ্গার জল মন্দিরের পূর্ব পার্থে সংলগ্ন হয়।. মন্দিরের বাহিরে প্রায় দেড় ক্রোশ দূরে দ্বারক বা বাবলা নদী। উভয় নদী একটি নালা দ্বারা সংযুক্ত ; ঐ নালার নাম ডাকরা ; ডাকরা দিয়া বর্ষাকালে নৌকা যাতায়াত করে। ডাকরার দক্ষিণে শক্তিপুর গ্রাম, উত্তরে কপিলেশ্বরের মন্দির ও তৎসংলগ্ন छूमि । কপিলেশ্বরের বর্তমান মন্দির ইষ্টকনিৰ্ম্মিত ও দক্ষিণদ্বারী; দৈর্ঘ্য প্রায় ১৮ হাত, প্রস্থ ১৮ হাত, উচ্চতা প্রায় ৪• হাত । মহতাগ্রামবাসী ৮জগন্মোহন মহাতা মহাশয় বর্তমান মন্দির নিৰ্ম্মাণ করান। মন্দিরের সম্মুখে একখানি প্রস্তর ফলকে খোদিত আছে ।