পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©8 পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকা কয়েকবৎসর হইতে মেলা উপলক্ষে কালীপূজা ও যাত্রাগান প্রভৃতি হই তেছে । চতুর্দশীর দিন চিড়ামহোৎসব ও পরদিন অন্নমহোৎসব উপলক্ষে বৈষ্ণব ও দরিদ্রগণকে ভোজন করান হয়। (b.) পাহাড় খ৷ পাহাড় খ৷ উত্তররায়ের কার্য্যদক্ষতায় প্রীত হইয়া তাহার উত্তমরায় নাম দিয়াছিলেন । এই পাহাড় খা সম্ভবতঃ ব্লকমান সাহেবের উল্লিখিত পাহাড় খা বেলুচ । - Pahar Khan, the Baluch—He served in the 21st year [of Akbar's reign] against Danda, son of Surjan Håda, and afterwards in Bengal. In 989 [Hejira), the 26th year [of Akbar's reign], he was tuyuldar of Ghazipur and hunted down Mashum Khan Farankhudi, after the latter had plund ered Muhammadabad. In the 28th year, he served in Gujrat. 诛 来源 米 Dr. Wilton Oldham, C. S. states in his “Memoir of the Ghazeepoor District’ that Faujdar Pahar Khan is still remembered in Ghazipur and that his tank and tomb are still objects of interest. Blochmann–Ain-i-Akbari. I. p. 526. তাৎপর্য্য— পাহাড় গা আকবরের রাজত্বের একবিংশ বৎসরে স্বর্জনহাদার বিরুদ্ধে যুদ্ধে উপস্থিত ছিলেন । পরে তিনি বঙ্গদেশে নিযুক্ত হয়েন। হিজিরা ৯৮৯ সালে আকবরের রাজত্বের ষড়বিংশ বৎসরে গাজিপুরে থাকিয়া মোগল বিদ্রোহী মাগুম খ। ফরস্থুদীকে দমন করেন। পরে তিনি গুজরাট যান। ওল্ডহাম সাহেব বলেন, গাজিপুরের লোকে এখনও ফৌজদার পাহাড় গীর পুষ্করিণী ও সমাধি দেখাইয়া দেয় ।