পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট ©☾ বুকমান রাজা টোডরমলের বিবরণ মধ্যে লিথিয়াছেন যে, রাজা টোডরমল্প যখন মোগল বিদ্রোহদমনে নিযুক্ত হইয়া মুঙ্গের দুর্গে অবস্থান করিতেছিলেন, সেই সময়ে বিদ্রোহী আরাব বাহাদুর পাটন আক্রমণ করেন । পাহাড় খ৷ তখন পাটনায় বাদশাহের রাজকোষ রক্ষা করিতেছিলেন। মাগুমি কাবুলি তখন দক্ষিণ বিহারে বিদ্রোহিদলের নায়কতা করিতেছিলেন। (R) সভাসিংহের বিদ্রোহ ফতেসিংহের রাজবংশীয় জয়রামের বংশধর জগৎ, কালু প্রভৃতি সভাসিংহের বিদ্রোহে যোগ দেন। তাহার ফলে তাহারা সম্পত্তিচু্যত হইয়াছিলেন। ফতেসিংহের বিদ্রোহ তাৎকালিক বাঙ্গালার ইতিহাসে একটি প্রধান ঘটনা । ঔরংজেব বাদশাহের সময়ে এই বিদ্রোহ ঘটে ; বাঙ্গালার দক্ষিণপশ্চিম অংশ কিছুদিন ধরিয়া বিদ্রোহীদের অধিকৃত হইয়াছিল। বিদ্রোহদমনের জন্য বাদশাহ অবশেষে আপন পৌত্র আজিম উস শানকে বঙ্গদেশে পাঠাইতে বাধ্য হইয়াছিলেন । এই বিদ্রোহ উপলক্ষে ইংরাজের প্রথম ফোর্ট উইলিয়ম দুর্গ নিৰ্ম্মাণ করেন । ইয়ার্টের বাঙ্গালার ইতিহাস হইতে নিম্নোক্ত বিবরণ দেওয়া গেল । বৰ্দ্ধমানের অন্তর্গত চেতোবরদার জমিদার সভাসিংহ উড়িষ্যার পাঠান দলপতি রহিম খার সহিত যোগ দিয়া ১৬৯৫ খৃঃ অব্দে বদ্ধমান আক্রমণ করেন। বৰ্দ্ধমানরাজ কৃষ্ণরাম যুদ্ধে নিহত ও র্তাহার সম্পত্তি লুষ্ঠিত হয়। বৰ্দ্ধমানরাজের পুত্র জগৎ রায় রাজধানী ঢাকায় পলায়ন করেন। নবাব ইব্রাহিম খরি অনুমতিক্রমে যশোরের ফৌজদার নুরআল্যা বিদ্রোহ দমনে নির্গত হইয়া হুগলিতে উপস্থিত হইলেন । বিদ্রোহীর হুগলি অবরোধ করিলে ফৌজদার গোপনে পলায়ন করিলেন ও বিদ্রোহীরা হুগলি অধিকার করিল। বিদ্রোহীদের আক্রমণভয়ে চুঁচুড়ার ওলন্দাজের, ফরাসডাঙ্গার ফরাসীর ও সুতানুটি গ্রামে ইংরাজের নবাবের অনুমতি লইয়া সৈন্ত সংগ্ৰহ করিতে লাগিলেন ও আপন অধিকার মধ্যে দুর্গ নিৰ্ম্মাণ করিলেন । এই উপলক্ষে