পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qb" পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিক। ফতেসিংহ ব্যতীত অন্যান্ত পাশ্ববৰ্ত্তী স্থানও সবিতা রায়ের অধিকারভুক্ত হইয়াছিল। তন্মধ্যে পলাশী পরগণাও অন্যতম। সবিতা রায়ের জ্যেষ্ঠ পুত্র ধারিক, কনিষ্ঠ পুত্ৰ অজয়ী । ধারিকের পুত্ৰ গঙ্গন ; অজয়ীর তিন পুত্ৰ উমা, কমলা-ও কস্ত,রী। ই হারা সকলেই সবিতা রায়ের সহিত বঙ্গে আসেন ও যুদ্ধে সবিতাকে সাহায্য করিয়াছিলেন। স্বতরাং সবিতা রায় সে সময়ে বয়োবৃদ্ধ ছিলেন সন্দেহ নাই । সবিতা রায় আপন সম্পত্তি বংশধরগণের মধ্যে সমান অংশে ভাগ করিয়৷ দেন ; তাহার একান্নভুক্ত থাকিয়া কিছুদিন সম্পত্তি ভোগ করিয়াছিলেন। সবিতা রায়ের মৃত্যুকাল নির্দেশ করা কঠিন । রামসাগর পুষ্করিণীতে প্রাপ্ত প্রস্তরে গঙ্গন ও তৎপুত্র রায়সেনের নাম আছে ; উমা রায়ের পুত্র জয়রাম ও উত্তরের নাম আছে। কিন্তু সবিতার বা র্তাহীদের পুত্রদের নাম নাই । শিলা, লিপির তারিখ ১০০৯ সাল প্রকৃত হইলে অনুমান হইতে পারে, তৎপূৰ্ব্বে সবিতা ও তাহার পুত্রদের মৃত্যু হইয়াছিল। কিন্তু ইংরাজী ১৬০০ সাল ফতেসিংহ অধিকারের সময় ধরিলে এই অনুমানের যাথার্থ্যে সন্দেহ হয় । গঙ্গনের পুত্র রায়সেন। উমার পুত্র জয়রাম, উত্তর বা উত্তম, ও ভীম । ই হারা সকলেই যুদ্ধে নিপুণ ছিলেন। উত্তম রায় রাজকৰ্ম্মচারী পাহাড় খার নিকট সম্মান লাভ করিয়াছিলেন । জয়রাম ভাগীরথীতীরে শক্তিপুর গ্রামে কপিলেশ্বর শিব স্থাপনা করেন ও তাহার মন্দিরাদি স্থাপনা করিয়া আড়ম্বরে সেবার ব্যবস্থা করিয়া দেন । কপিলেশ্বরের বিবরণ সপ্তম পরিশিষ্টে দ্রষ্টব্য। জয়রামের দ্যায় অন্তান্ত পুণ্ডরীকবংশধরও নানাস্থানে শিবমন্দির স্থাপনা করিয়া শিবভক্তির প্রাচুর্য্য দেখাইয়াছেন। রায়সেনের পুত্র দেবী রায় । জয়রামের পুত্র মদন ও কল্যাণ। উত্তমের পাচ পুত্র, কামদেব, বলরাম, রাম, প্রসাদ ও হরিশ্চন্দ্র ৷ ভীম রায়ের পুত্র যদুনন্দন বা সন্তোষ। কমলা রায়ের পুত্র কংস ও গৌরী ; কস্ত রীর পুত্ৰ মণিয়ারি রায় । উত্তমের কনিষ্ঠ পুত্র হরিশ্চন্দ্র কিছু দুর্দান্ত ছিলেন বলিয়া বোধ হয় । তিনি দমু্যতাপরাধে বন্দীক্লত হইয়া তাৎকালিক রাজধানী ঢাকা বা জাহাঙ্গীরনগরে