পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট (tఏ প্রেরিত হইয়াছিলেন। সেই খানেই তাহার মৃত্যু হয় ; সম্ভবতঃ তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হইয়াছিলেন । এত দিন পর্য্যস্ত সবিতার বংশধরেরা সকলে একান্নভুক্ত ছিলেন ; হরিশ্চন্দ্রের দও লাভের পর তাহারা পৃথকৃ হইলেন।” রায়সেন নিজ পুত্র দেবী রায়ের সহিত ময়ূরাক্ষীর পশ্চিম তীরে মাধুনিয়া গ্রামে বাস করিলেন ; তাহাদের বংশধরের অদ্যাপি মাধুনিয়াবাসী। জয়রাম পুত্রদ্বয় সহ মাধুনিয়ার উত্তরবর্তী কল্যাণপুরে বাস করিলেন ; তাহার বংশধরেরাও এখন পর্য্যন্ত সেই স্থানে বাস করিতেছেন । উত্তম রায় পুত্ৰগণ সহ আন্দুলিয়া গ্রামে থাকিলেন আন্দুলিয়া গ্রাম জেমোর পূৰ্ব্বে আধ ক্রোশ ব্যবধানে । এই গ্রাম চারিদিকে পরিখাবেষ্টিত । আন্দুলিয়ার গড়ের ও রাজবাটীর চিহ্ন এখনও কিছু কিছু অবশিষ্ট আছে । ভীমরায় পুত্র সন্তোষকে লইয়া জেমোতে বাস করিলেন । কমলা রায়ের পুত্র কংস ভাগীরথীতীরে শুঙ্গায়ী গ্রামে বাস করিয়াছিলেন । কংসের পুত্র মুকুট । কংসের ভ্রাতা গেীরা পুত্রহীন । সম্ভবতঃ মুকুটেরও পুত্ৰাদি হয় নাই । শুঙ্গায়ী গ্রামে কংলরায়ের বংশের কেহ বৰ্ত্তমান নাই ; তাহার বাসস্থানেরও কোন নিদর্শন নাই । কস্তুরী রায় বা তৎপুত্র মণিয়ারি রায় কোথায় বাস করিলেন, কোন উল্লেখ দেখা যায় না। মণিয়ারি রায়ের পুত্র পুরুষোত্তম, তৎপুত্র হরানন্দ। র্তাহার পুত্র পৌত্রাদির নাম জানা যায় না । সম্ভবতঃ এই বংশে কেহ সম্পত্তির অধিকার পায় নাই । জয়রামের সময় হইতেই ইহাদের পুষ্করিণী প্রতিষ্ঠায় ও গ্রাম স্থাপনে প্রবৃত্তি দেখা যায়। জয়রামের নামানুসারী জয়রামপুর গ্রাম বর্তমান আছে। জয়রাম, উত্তম ও ভীম তিন ভ্রাতারই বংশধরগণের নামানুযায়ী গ্রাম চতুঃপাশ্বে বর্তমান । ভীম রায় বার লক্ষ শিবপূজা করিয়াছিলেন, পঞ্জিকাকার সদৰ্পে উল্লেখ করিয়াছেন। তৎপুত্ৰ সন্তোষ তাহার দ্বিগুণসংখ্যক শিবপূজা করেন । ভীম রায় দশ হাজার ব্রাহ্মণ খাওয়ান ; সন্তোষ তাহার দ্বিগুণু খাওয়ান , ইত্যাদি। দেবী রায়ের পুত্র উদয়চন্দ্র । দেবী রায় সন্তোষের সাহায্যে উত্তরবর্তী