পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

પછન পুণ্ডরীককুলৰাষ্ট্ৰপঞ্জিকা মহলী পরগণার কিয়দংশ অধিকার করিয় পুত্রের নামান্থসারে উদয়চন্দ্রপুর গ্রাম স্থাপন করেন। পুওরাককুলকীৰ্ত্তিপঞ্জিকার রচনার সময় উদয়চঞ্জ বর্তমান ছিলেন, তখনও তাছার পুত্রাদি জন্মে নাই । , * কল্যাণপুৱবাসী জয়রামের দুই পুত্ৰ মদন ও কল্যাণ। মদনের পুত্র মাণিকচন্দ্র ও গোকুলচন্দ্র । গোকুলচন্দ্রের পুত্র ঘনশুমে, মহাদেব ও ভগবতীচরণ । BBBB DD BBB BB BB S DBBBBBBB BDDD BB BDDB রায়ের নাম দেখা যায় । ঘনামের পুত্র জগৎ, কালু, বেণী ও কৃষ্ণরাম। ইহারা অত্যন্ত দুৰ্বত্ত ছিলেন । ই ছাদের সময়ে সভাসিংহের বিদ্রোহ ঘটে। সভাসিংহ স্বয়ং মুর্শিদাবাদ পৰ্য্যন্ত আসেন নাই । তাহার অপমৃত্যুর পর তদীয় দলপতি রহিম শাহ মুর্শিদাবাদ লুঠ করিতে আসেন । জগৎ প্রভৃতি র্তাহার দলে যোগ দিয়া লুঠপাট আরম্ভ করিয়াছিলেন। রাজদ্রোহে যোগ দেওয়ার ফলে তাহার मन्त्रङि झ्हेरठ व्ठे झरब्रन । সভাসিংহের বিদ্রোহের কাল ইংরাজী ১৬৯৫ । পর বৎসর বিদ্রোহীর মুর্শিদাবাদ আক্রমণ করে । তদবধি দুই বৎসর কাল বিদ্রোহীর বাঙ্গালারদক্ষিণপশ্চিমাংশ দখলে রথয়াছিল। ১৬৯৮ সুলতান আজিমউসশান দিল্লী হইতে ঔরংজেব বাদশাহ কর্তৃক প্রেরিত হইয়া বিদ্রোহ দমন করেন । সবিতা রায়ের জমিদার প্রাপ্তির প্রায় শত বৎসর পরেই এই ঘটনা। পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকায় জগৎ কালু প্রভৃতির পুত্রাদির নাম নাই। সম্ভবতঃ এই পঞ্জিক। এই বিদ্রোহ ঘটনার কয়েক বৎসর পরেই লিথিত । - জয়রামের দ্বিতীয় পুত্র কল্যাণের পাঁচ পুত্র ; চাদ, অভিরাম, গন্ধৰ্ব্ব, অৰ্জুন, প্রতাপ । ইহাদেরও সস্তানাদির নাম নাই । উত্তমের বংশে কামদেব, প্রসাদ ও হরিশ্চন্দ্রের পুত্রাদির উল্লেখ নাই । বলরামের পুত্র কেশব, নরসিংহ ও রূপ। কেশবের পুত্র তারাচক্সের নাম &হরিশ্চন্দ্র হবের পুথিতে উল্লিখিত হইয়াছে। রাম রায়ের পুত্র বিক্রম ও ভীমের পুত্ৰ সত্তোৰ বুয়ের নাম সবিতার বংশে বিখ্যাত। সত্তোর রায় অনেক ব্রাহ্মণকে ভূমি দান করিয়াছিলেন। ১২•৮ সালের মাখেরাজের