পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V) পুরু-বিক্রম নাটক। কেন ডর ভীরু, কর সাহস আশ্রয়, “যতোধৰ্ম্মস্ততোজয়?” ছিন্ন ভিন্ন হীন বল, ঐক্যেতে পাইবে বল, মায়ের মুখ উজ্জ্বল করিতে কি ভয় । হোক ভারতের জয়, জয় ভারতের জয়, গী ও ভারতের জয় । কি ভয় কি ভয়, গাও ভারতের জয়। ঐলবিল। তোমাব এ গান শুনলে, কোন হৃদয়ে না দেশানুরাগ প্রজ্বলিত হয় ? কে না দেশের জন্য অনাযাসে প্রাণ দিতে পাবে ? ধন্য সেই কবি, যিনি এ গানটা রচনা করেছেন। তুমি কি সকল জায়, গায় এই রকম গান গেয়ে গেযেই বেড়াও ? তোমার কি বাপ মা আছে ? তোমার তো বয়স খুব অল্প দেখছি, তোমাব কি বিবাহ হয়নি ? তুমি এত অল্প বয়সে উদাসিনীর বেশ কেন ধারণ করেছ বল দেখি ? গায়িকা। রাজকুমাবি! আমার বাপ মা কেহই নাই, আমার শুদ্ধ পাচ ভাই আছেন, তারা আপনার সৈন্যদলের মধ্যে নিবিষ্ট আছেন। আমার বিবাহ হয়নি এবং আমি বিবাহ করবও না। প্রেম ?—প্রেম মানুষের মধ্যে নেই। প্রেম ?—প্রেম পৃথিবীতে নেই। ঐলবিলা। সে কি ? প্রেমের উপর তোমার যে এত বিরাগ ? গায়িকা। রাজকুমারি ! আমি একজনকে প্রাণের সহিত ভাল