পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెly পুরু-বিক্রম নাটক । কোন প্রার্থনা নাই। কেবল এই মাত্র জানার ইচ্ছা আছে যে, তুমি জয় ক’রে, জয়ের ব্যবহার জান কি না ? সেকন্দর। কি—পুরু! তোমার দর্প এখনও চূর্ণ হয়নি? এখনও তুমি নত হ’লে না ? এখনও তুমি আমাকে ভয় প্রদর্শন কত্তে সাহস কচ্চ ? এখন মৃত্যুদণ্ড ভিন্ন ভূমি আমার কাছ থেকে আর কি প্রত্যাশ কন্তে পার ? পুরু। তোমাব কাছ থেকে আর আমি অন্য কিছুই পতাশ৷ করিনে । সেকন্দর। তোমাব এখন শেষ দশা উপস্থিত, এখন তোমাল মনের ইচ্ছা ব্যক্ত কর,-কিরূপ মৃত্যু তোমার অভিপ্রেত?—এই অস্তিম কালে তোমার সহিত কিরূপ ব্যবহার কন্তে হবে বল ? পুষ্ক। ক্ষত্রিয়েরা যেরূপ মৃত্যু ইচ্ছা করে, সেই রূপ মৃত্যু ও রাজাল প্রতি যেরূপ ব্যবহার কন্তে হয়, সেইরূপ ব্যবহার। সেকন্দব। (চিস্ত কবিয়া ) আচ্ছ। তোমাব প্রতি আমি রাজাব ষ্ঠায়ই ব্যবহার ক’বৃব । (এফেষ্টিয়নের প্রতি) দেখ, ७ुठिंग्रन् । ওঁর অসি ওঁকে প্রত্যৰ্পণ কর। এফেষ্টিয়ন। যে আজ্ঞা মহাবাজ । (অসি প্রত্যৰ্পণ । ) অম্বালিকা। (দৌড়িা আসিয়া ব্যাকুলভাবে) ও কি কচ্চেন মহারাজ ! ওঁব হাতে আসি দেবেন না,-দেবেন না, এখনি আপনার প্রাণ বধ করেন ।