পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y & \\y পুরু-বিক্রম নাটক। বহির্ভূত হইলে নিরাশ হইয়া) হা—নিষ্ঠুর!—নিষ্ঠুর — নিষ্ঠুব – পুরুষজাতি (অবসর হইয়া পতন । ) (কিংকাল পরে) হ৷ সেকন্দৱসা ! তুমি কি নিষ্ঠুর, আমি শেষ বিদায় নেবার জন্য তোমাকে এত ডাক্‌লেম, তুমি কি না একবাব ফিরেও তাকালে না ? ( কিয়ংকাল স্তম্ভিতভাবে থাকিয়। পবে করতলে কপোল বিন্যস্ত করিয়া গান ) রাগিণী জংলা ঝিঝিট,—তাল আড়াঠেকা। আগে করিয়ে যতন, কেন মজাইলে মন । প্রেমফাশি গলে দিয়ে বধিলে জীবন। उॉल उांत उॉन श्ल, ठू-नि मद खांन। ८१ल, দিলে ভাল প্রতিফল, রহিল স্মরণ ॥—” সেকন্দরসা ! তোমার জন্ত আমি দেশকে বলিদান দিলেম, বন্ধু বান্ধবকে পরিত্যাগ কল্লেম, শেষে তুমি কি না আমাকে এখানে ত্যাগ করে গেলে ? আমার ভাই গেল, বন্ধু গেল, মান গেল, সন্ত্রম গেল, এখন আমি শূন্য সিংহাসন নিয়ে কি করব ? দেশবিদেশে আমার কলঙ্ক রটে গেছে, এখন আমি কি করে ক্ষত্রিয়গণের নিকট, আমার প্রজাগণের নিকট মুখ দেখাব ?—হা! প্রেমই রমণীর জীবন। আমার যখন প্রেম গেছে, তখন আমার সকলি গেছে। এখন আমি সকলই