পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । Y S X ঐলবিলা । (করুণস্বরে ) আচ্ছ আপনি না পারেন, আমি স্বয়ং আমার হৃদয় বিদীর্ণ কচ্চি,–হৃদয়ে যদি কোন পাপ লুকায়িত থাকে, তা হলে আপনি স্পষ্ট পাঠ কত্তে পাবেন। (চুরিকা নির্গত করিয়া ) শশাঙ্ক ! তুমিই সাক্ষী, বনদেবি । তুমিই সাক্ষী, অন্তর্যামী পুরুষ ! তুমিই সাক্ষী। আমি নির্দোষী হ’য়ে প্রাণ ত্যাগ কচ্চি! আমি পুরুবাজকে মার্জন কল্লেম । জগদীশ্বর ও যেন তাকে মার্জন কবেন । (হৃদয়ে বসাইবার জন্য ছুরিকা উত্তোলন । ) অম্বালিকা। ( আলুলায়িত কেশে সন্ন্যাসিনী বেশে হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া ঐলবিলাব হস্ত ধারণ করত) ক্ষান্ত হোন! ক্ষান্ত হোন ! - ঐলবিলা । ( ভয় ও বিস্ময় চমকিত হইয়া পশ্চাতে নিরীক্ষণ কর্বত চমকিয়া দণ্ডায়মান ও হস্ত হইতে ছুবিক পতন ) এ কি ! বনদেবী নাকি ?—(কিয়ংকাল পরেই চিনিতে পারিয়া ) রাজকুমারী অম্বালিকা ? আপনি এ সময় এসে আমাকে কেন ব্যাঘাত দিলেন ? অম্বালিকা । ( পুরুরাজের প্রতি ) রাজকুমার! রাজকুমাৰী ঐলবিলার কোন দোষ নেই, উনি নির্দোর্থী, নির্দোষীর প্রতি কেন মিথ্যা দোষারোপ কচ্চেন ? যে বাস্তবিক দোষী, সে আপনার নিকট উপস্থিত, আমাকে বধ করুন। পুরু। ( আশ্চর্য্য হইয়া ) সে কি রাজকুমারি ! আপনি এরূপ এলাপ বাক্য বলছেন কেন ? আপনাকে উন্মদিনীর স্তায় দেখছি