পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরু-বিক্রম নাটক। سb একজন রক্ষকের প্রবেশ । রক্ষক। মহারাণীর জয় হউক। আপনার শ্বেত হস্তী প্রস্তুত, সৈন্যগণ সকলেই সজ্জিত হয়েছে। ঐলবিলা। (রক্ষকের প্রতি) আচ্ছা তোমরা সকলে প্রস্তুত থাক, আমি যাচ্চি। ( রক্ষকের প্রস্থান।) গায়িকা। রাজকুমারি । আমি তবে বিদায় হলেম, হয়তে। যুদ্ধ ক্ষেত্রে দেখা হবে। (গায়িকার প্রস্থান।) ঐলবিলা। (সখিগণের প্রতি) আববি ভাই তোমাদের সঙ্গে করে দেখা হবে বলতে পাবিনে। যদি বেঁচে থাকি তো আবাব দেখা হবে। সুশোভনা। (ক্ৰন্দন করিতে করিতে) রাজকুমাবি! ও অলক্ষণে কথা মুখে আনবেন না। এখন বলুন দেখি, আমবা কোন প্রাণে আপ, নাকে বিদায় দি । আপনি শেলে সব অন্ধকার হয়ে যাবে। স্বহাসিনী। আপনি কেন যাচ্চেন ? আপনার এত সৈন্ত আছে, সেনাপতি আছে, তাদেব আপনি পাঠিয়ে দিন না কেন ? স্ত্রীলোক হয়ে আপনি কি করে যুদ্ধে যেতে সাহস কচ্চেন ? ঐলবিলা। আমি স্ত্রীলোক বটে ; কিন্তু দেখ সখি ! বিধাতা এই ক্ষুদ্র প্রদেশটার রক্ষণের ভার আমার হাতে সমর্পণ করেছেন। আমাব