পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ পুরু-বিক্রম নাটক। হতে বিচ্যুত না হতে হয় ; এই জন্তই আপনাকে সতর্ক হতে বলুচি। পুরু। যদি মৰ্যাদা রক্ষা করবার ইচ্ছা থাকে, যদি সিংহাসন রক্ষা করবার ইচ্ছা থাকে, তা হলে চলুন, আর বিলম্ব না,—চলুন, আজই আজই আমরা যবনদিগকে আক্রমণ করি। ঐ যবনরাজ আপনার ভগ্নিকে বলপূৰ্ব্বক আপনার প্রসাদ হতে বন্দী করে নিয়ে গিয়েছিল, তা কি আপনার স্মরণ নাই ? সে অপমানও কি আপনি সহ করবেন ? এইরূপে কি আপনি রাজমর্যাদা রক্ষা কত্তে চান ? তক্ষশীল। আমার মতে মহারাজ ! দুঃসাহসিকতা, রাজমৰ্যাদ। রক্ষণের অমোঘ উপায় নয়। পুরু। তবে কি কাপুরুষতা তাহার উপায় ? আমার মতে মহারাজ! কাপুরুষত ভীরুতা অতি লজ্জাকর, অহি গৰ্হিত, অতি জঘন্ত,— ক্ষত্রিয়ধৰ্ম্মের একান্ত বিরুদ্ধ। তক্ষশীল। মহারাজ ! যে রাজা স্বীয় প্রজাগণকে যুদ্ধ বিপদ হতে রক্ষা করেন, তিনি প্রজাগণের অত্যন্ত প্রিয় হন। পুরু। মহারাজ! যে রাজা স্বীয় প্রজাগণকে বিদেশীয় রাজার আক্রমণ হতে রক্ষা করেন, তিনি প্ৰজাগণের অতীব পূজ্য হন। তক্ষশীল। এরূপ বাক্য গতি উদ্ধত লোকেরই উপযুক্ত। পুরু। এরূপ বাক্য রাজগণের আদরণীয়, রাজকুমারীগণেরও আদরণীয়। তক্ষশীল। সকল রাজকুমারী না হউক, রাজকুমারী ঐলবিলা তে। আপনার বাক্যে আদর করবেনই।