পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। প্রথম গর্ভাঙ্ক । পুত্বরাজের শিবির-সন্মুখীন ক্ষেত্র। সৈন্যগণ শ্রেণীবদ্ধ ভাবে ও ধ্বজবাহক নিশানহস্তে দণ্ডায়মান, অশ্বপৃষ্ঠে বৰ্ম্মাবৃত পুরুরাজের প্রবেশ । সৈন্যগণ। (পুরুরাজকে দেখিয়া অসি নিস্কোষিত করিয়া উৎসাহের সহিত) জয় ভারতের জয়! জয় মহারাজের জয় ! ( নেপথো—রণবাদ্য ও “জয় ভারতের জয়, গাও ভারতের জয়, জয় ভারতের জয়, কি ভয় কি ভয় গাও ভারতের জয়” শুদ্ধ এই চবর্ণট মাত্র একবার গাইয়। গান বন্ধ হইল! ) পুষ্ক — ওঠ ! জাগ ! বীরগণ! দুৰ্দ্দান্ত যবনগণ, গৃহে দেখ করেছে প্রবেশ ।