পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । Sని পুরু। কি ! সেকন্দরসা শৃগালের ধূৰ্ত্ত তা অবল ন কবছেন ? গুপ্তচর। মহারাজ ! আজি বেরূপ ভধানক দুর্যোগ, ঝড় বৃষ্টি ও অন্ধকার, তা তে আপনি স্বচক্ষে দেখছেন । শত্রুগ। এই সুযোণ পেয়ে, অন্ধকারের আবরণে অলক্ষিতভাবে এ পারে এসেছে ; কিন্তু তাবা যে কোথায় আছে, আমবা এই অন্ধকারে দেতে পাচিনে, এক একবাব কেবল তাদের কোলাহলমাত্র শোনা যাচে । পুরু। আমি শুনেছিলেম, পারসীকদিগের সহিত আরাবেলার যুদ্ধে সেকন্দরসার একজন সেনাপতি রাত্ৰে অলক্ষিতভাবে শক্রগণকে আক্রমণ কৰবাব পরামর্শ তাকে দেওয়াতে তিনি সদৰ্পে এইরূপ বলে, ছিলেন যে, “সে কন্দবদা কথন চৌবের ন্যায় অলক্ষিত ভাবে আক্রমণ কবে জয়লাভ কন্তে ইচ্ছা কবেন না। তিনি প্রকা দিবালোকেই যুদ্ধ করেন।” যে সেকন্দরস পাবস্যদেশে এ কথা বলেছিলেন, সেই সেকন্দবস কি ভাবত ভূমিতে ঠিক ভাব বিপবীতাচৰণ করেন ? সৈন্যগণ! সেই ধূৰ্ব শৃগালেবা দেখানে থাকুক না কেন, তোমব সিংহেব দ্যায় গিয়ে তাদের আক্রমণ কল । সৈন্তাগণ । ( উৎসাহের সহিত । ) জন্ম ভাবতের জয়, জয় ভাব তেব জয় ! (পুরু ও সৈন্তগণের প্রস্থান । ) ( নেপথ্যে—“জয় সেকন্দরসার জয়,” “জয় ভাবতের জন্ম,” ঘোর যুদ্ধ-কোলাহল । ) গুপ্তচর। ( ভয়ে কম্পমান ) (স্বগত) এইবাব বুঝি উভয় দৈন্তি ।