পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । 6. Y. সেকন্দরসা। (অগ্রসর হইয়া। ) সেকন্দরসাকে যেই কেন যুদ্ধে আহ্বান করুক না, তিনি যুদ্ধে কখনই পরায়ুখ নন। দেখা যাক, মহারাজ পুরুর কিরূপ অস্ত্রশিক্ষা, কিরূপ বিক্রম আমি পুরুরাজের প্রস্তাবে সম্মত হলেম। পুরু। (অগ্রসর হইয়া।) তবে আসুন। ( পুব ও সেকন্দরসাব অসিযুদ্ধ—পবে যুদ্ধ কবিতে করিতে পুরুর অসির আঘাতে সেকন্দরসার অসি হস্ত হইতে স্খলিত হইয়া দূরে পতন। ) সেকন্দরসা। ধন্য পুরুরাজের অস্ত্রশিক্ষা ! পুরু। মহারাজ ! নিরস্ত্র হয়েছেন, অস্ত্র নিন ; ক্ষত্রিয়গণ নিরস্থ যোদ্ধার সহিত যুদ্ধ করেন না। সেকন্দরসা । (অসি পুনৰ্ব্বার গ্রহণ করিয়া মহারোষে। ) ক্ষত্রিয় বীর ! যোদ্ধামাত্রেরই এই নিয়ম। (পুনৰ্ব্বার যুদ্ধ—ও সেকন্দরসার অসির আঘাতে পুররাজের অসির অগ্রভাগ ভগ্ন হওন ) পুরু। ধন্ত বাহুবল । সেকন্দরসা। মহারাজ ! নুতন অসি গ্রহণ করুন। ( পুরুরাজের একজন সেনা ত্বরিত আসিয়া আপনার অসি পুরুরাজকে প্রদান । )