পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ङ्ग डोम्न अझ । & 9 আব সহ হয় না। এস আমরাও যবনরাজকে অসির দ্বারা খণ্ড খণ্ড করে ফেলি। পুক। সৈন্তগণ! তোমরা ক্ষান্ত হও, ক্ষত্রিয়ের এরূপ নিয়ম নয় যে, কথা দিয়ে আবার তার বিপবীতাচরণ কবে । আমি কথা দিয়েছি, আমার সৈন্যগণ আমাকে সাহায্য করবে না, অতএব তোমরা নিরস্ত 夜3日 পুকুর সৈন্যগণ। যবনের যখন অন্যায় যুদ্ধে আপনাকে আহত করে, তখন আমরা ও আমাদের কথা রাখতে বাধ্য নই। পুরু। যবনগণ অন্যায় যুদ্ধ করুকু, কিন্তু ক্ষত্রিয়েব যেন কথার ব্যতিক্রম না ঘটে। “ধৰ্ম্মযুদ্ধে মৃতোবাপি তেন লোকত্ৰয়ং জিতং ধৰ্ম্মযুদ্ধে মৃত হলেও সে ত্রিভুবনজয়ী। সেকন্দরসা। (এফেষ্টিয়নের প্রতি ) হস্তে অস্ত্র ধাবণ ক’রে ও যে পামরগণ যুদ্ধ-নিয়মের অনভিজ্ঞ, তারা এখনি আমার সৈন্যদল হ’তে দুবীভূত হউক । এফেষ্টিঘন । মহারাজ ! ওরূপ বৰ্ব্বরগণকে সৈন্যদল হ’তে দুী ভূত ক’রে, তবে আমার অন্য কাজ। সেকন্দরসা। (স্বগত ) আজ আমাকে বড়ই লজ্জিত হতে হয়েছে। আর আমি এখানে থাকতে পাচিনে। শিবিরে গিয়েই সৈন্তদিগকে উচিত মত শিক্ষা দিতে হবে। (প্রকাশ্যে ) শোন এফে. ठेिग्नन ! ( সেকন্দরসার সহসা প্রস্থান । )