পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ পুরু-বিক্রম নাটক । প্রিয় জন্মভূমি হতে একেবারে দূরীভূত হচ্চে, ততদিন আমার আব আরাম নেই, বিশ্রাম নেই। সুহাসিনী। রাজকুমারি! আমাদের দেশীয় রাজাদের মধ্যে কি কিছুমাত্র ঐক্য আছে, যে আপনি তাদের একত্র সম্মিলিত করবার জন্য চেষ্টা কচ্চেন ? তবে যদি আপনার কথায় তারা সকলে একত্রিত হন, তা বলতে পারিনে। কেন না তাবা নাকি সকলেই আপনার প্রেমাকাঙ্ক্ষী ;–বোধ হয়, আপনার কথা কেহই অবহেলা করতে পাববেন না। ঐলবিলা। আমি তাদের নিকট এই প্রতিজ্ঞ কবেছি যে, সে রাজকুমার যবনদিগের সহিত যুদ্ধে সৰ্ব্বাপেক্ষ বীরত্ব প্রকাশ করবেন, আমি তারই পাণিগ্রহণ করব। সুশোভনা। এরূপ প্রতিজ্ঞা কবা আপনার কিন্তু ভাল হয়নি। আমি জানি আপনি পুকবাজকে আন্তরিক ভাল বাসেন, পুকবাজও আপনাকে ভাল বাসেন ; কিন্তু যদি কোন বাজকুমার যুদ্ধে পুকরাজ অপেক্ষা অধিক বীরত্ব প্রকাশ করেন, তা হলে কি হবে ? তা হলে আপনি তাকে ভাল বাহন বা না বামুন, তাব পাণিগ্রহণ ত আপনার কত্তেই হবে। ঐলবিলা। আমি এ বেশ জানি যে, কোন বাজকুমার পুত্ববাজকে বীরত্বে অতিক্রম কন্তে পারবেন না। তার মত বীরপুরুষ ভারত ভূমিতে আর দ্বিতীয় নাই। আমি যেরূপ প্রতিজ্ঞা করেছি, তাতে আমার আন্তবিক গ্রেনেপ কিছুমাত্র ব্যাঘাত হবে না, অথচ এতে সমস্ত বাজ,