পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 。 পুরু-বিক্রম নাটক । নেপথ্যে গান। — মিলে সবে ভারত-সন্তান, এক তান মন প্ৰাণ, গা ও ভারতের যশোগান ৷ ইত্যাদি — (কিংকাল পরেই গান থামিল। ) ও কি ও ৷ স্ত্রীলোকের গলাব আওয়াজ না ? এখানে ভাবতে ব জয় গান কে কচ্চে ? তবে কি আমাদের জয় হযেছে ? রোদ, এই গবাক্ষ দিয়ে দেণি। ও —আমাদের দেশের সেই উদাসিনী গণিকাৰ্টী না ? ই সেই তো বটে। এখানে সে কি করে এল ? বোস, আমি ওকে এখানে ডাকি। উদাসিনীব বেশ দেখে বোধ হয়, প্রহবিগণ ওঁকে এখানে আসতে নিবারণ করবে না । (হস্ত সঞ্চালন দ্বারা উদাসিনীকে আহবান । ) এইবাব আমাকে দেখতে পেয়েছে। এই যে আসচে! এইবাব বেশ সুযোগ পেয়েছি, এব দ্বারা পত্ৰখানি পুরুরাজের নিকট পাঠিয়ে দিলে হয়। বীণtহস্তে উদাসিনী গায়িকার প্রবেশ । ঐলবিলা। তুমি এ দেশে কি জন্য এসেছ ? তোমাকে দেখে আমার যে কি আহলাদ হযেছে, তা বলতে পাবিনে । উদাসিনী। রাজকুমাবি। আমি তো আপনাকে পূৰ্ব্বেং বলেছিলেম যে, আমি “হোক ভাবতের জয়” এই গানটী দেশ বিদেশে গেয়ে গেয়ে বেড়াই, এই আমার জীবনের একমাত্র ব্রত। যাতে সমস্ত ভাবতভূমি ঐক্যবন্ধনে বদ্ধ হয়, এই আমার মনের একান্ত বাসনা।