পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूठौग्न छझ । ○9 পরাজিত ব্যক্তির প্রতি তিনি এমনি ব্যবহার করেন যে, অবশেষে সেই পরাজিত ব্যক্তিও তার চিরবন্ধুত্বপাশে আবদ্ধ হয়। দেখুন, পরাজিত দারায়ুস রাজার মহিষী, সেকন্দরসাকে এখন ভ্রাতার ন্যায় জ্ঞান করেন ও দারায়ুস রাজার মাতা, তাকে পুত্রবৎ স্নেহ করেন। ঐলবিলা। হীনবল পারসীকের ওকপ পারে, কিন্তু কোন ক্ষত্রিয়কন্যা কখনই স্বরাজ্যাপহারী দস্যকে বন্ধু বলে স্বীকার কন্তে পারে না, ও তার অনুগ্রহের উপর নির্ভর ক’রে, কখনই রাজত্ব কত্তে পাবে না। স্বর্ণখৃঙ্খল কি শৃঙ্খল নয় ? প্রভু আপনাব ক্রীতদাসকে যতই কেন বেশ ভূষাতে ভূষিত করুক না, তাতে কেবল প্রভুরই গৌরব বৃদ্ধি হয়, তাতে কি কখন দাসের দাসত্ব ঘোচে ? সেকন্দরসাব অমু, গ্রহের উপর নির্ভর ক’রে, যদি আমাদের রাজত্ব রাখতে হয়, তা সে তো রাজত্ব নয়,—সে দাসত্বের আর এক নাম মাত্র ;–না, আমাদের অমন রাজত্বে কাজ নেই। ওরূপ রাজত্ব আপনি স্বচ্ছনে করুন গে, বরং সেকন্দরসা আপনার বন্ধুতার পুরস্কার স্বরূপ, আমার ও পুরুরাজের সিংহাসন অপহরণ ক’রে আপনাকে প্রদান করুন ; আমরা তাতে কাতর নই। কিন্তু সেকন্দরস যদি তেমন লোক হন, তা হলে আপনার মতন অকৃতজ্ঞ, স্বদেশদ্রোহী নরাধমকে, তার ক্রীতদাস বলেও লোকের কাছে পরিচয় দিতে লজ্জিত হবেন। (সদৰ্পে বেগে প্রস্থান।) তক্ষশীল। এই ব্যান্ত্ৰিণীকে এখন কি করে বশীভূত করি, ভেবে পাচ্চিনে ।