পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ○S ছিলেন যে, জয় লাভ কবেই আমি আপনার নিকট এসে উপস্থিত হব। দেখুন, আমি আমার কথা মত এসেছি ; আপনিও আমাকে বলে পাঠিয়েছিলেন যে, এইবার সাক্ষাৎ হলে, আপনি আপনার হৃদয় আমার প্রতি উন্মুক্ত করবেন, আপনি এখন আপনার কথা রাখুন। অম্বালিকা। বাজকুমার! আমার হৃদয়-দ্বাব তো আপনার প্রতি সততই উন্মুক্ত রয়েছে, তবে,—আমার এখন শুদ্ধ এই ভয় হচ্চে, পাছে আমার মন প্রাণ সকলই আপনার হাতে সমর্পণ ক’রে, শেষে না আমায় অকুল পাথরে ভাসতে হয়। যে বস্তু বিনা আয়াসে ও সহজে লাভ হয়, তার প্রতি রাজকুমার। স্বভাবতই উপেক্ষ হয়ে থাকে। আপনাদেব নায় বীব-পুরুষের হৃদয জয়লালসাতেই পবিপূর্ণ, তাতে কি প্রেম কখন স্থান পায় ? অাব যদিও কখন প্রেমেব উদ্রেক হয়, નિર્વ ধোপ হয়, ক্ষণস্থায়ী। আমার হৃদযের উপর একবাব জয়লাভ কত্তে পাল্লেই আপনাব জয়লালসা চবিতাৰ্থ হবে ও তা হলেই আপনাব মনস্কামনা পূর্ণ হবে। তার পরেই আবার আপনি অন্যান্য নুতন জয়ের অনুসরণে ধাবিত হবেন। এ অধীনকে তথন আপনার মনেও থাকবে না। রাজকুমার! আপনারা জয় কত্তেই পারেন,—প্রেম কি পদার্থ, তা আপনাবা চেনেন না। সেকন্দপদ । রাজকুমাবি ! আপনি যদি জানতেন, আপনার জন্য আমার স্থদ্বয় কিরূপ ব্যাকুল হয়েছে, তা হলে ও কথা বলতেন না । সত্য বটে, পূৰ্ব্বে আমার হৃদয়ে যশঃপূহ ভিন্ন আর কিছুই স্থান পেত না। পৃথিবীর সমস্ত রাজ্য ও রাজাকে জয় করব, এই আমার