পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। -سسسسسسسسس سمسمصصدت مـسـاحمسسسسسسسسسس---- তক্ষশীলের শিবির মধ্যস্থিত একটি ঘর । ঐলবিলা। (স্বগত) এখন কেবল শক্রগণের জয়ধ্বনিই চতুদিকে শোনা যাচ্চে। এই দুঃখের সময় আমি কি একদণ্ড ও একাকী বিরলে বসে বিলাপ করতেও পাব না ? আমি যেখানে যাই, তক্ষশীলের লোকজন আমার সঙ্গে সঙ্গেই থাকে। কিন্তু আমাকে ওবা আর কত দিন এখানে ধরে রাখতে পারবে ? হায়! পুকবাজ! তুমি নিষ্ঠুরের স্তায় আমাকে এখানে একাকী ফেলে চলে গেলে ? যাও, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। শীঘ্ৰ তোমার সহিত পবলোকে গিয়ে সম্মিলিত হব। না—পুকরাজ তো নিষ্ঠুর নন্‌—আমিই নিষ্ঠুর। যুদ্ধে যাবার অগ্রে যখন তিনি আমার কাছ থেকে বিদায় নিলেন, সেই সময় তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, যে আমি তাকে আমার হৃদয় সমর্পণ করেছি কি না ? কিন্তু আমি পাষাণ হৃদয়েব ন্যায় তাকে বল্লেম "ধান যুদ্ধে যান, এখন প্রেমালাপের সময় নয়।” পুকরাজ ! আমি অমন কথা আর বলব না ; এখন বলাচ, শ্রবণ করুন,—আমার প্রাণ, হৃদয়, মন, সকলি আপনাকে সমর্পণ করেছি। সে সময়ে আমি তাকে বল্লেম না,—এখন আর কাকে বলচি ? আমার কথা কে শুনবে ? পুষ্ক রাজ ! আব একবাট এসে আমাকে দেখা দিন । আর আ o