পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 পুরু-বিক্রম নাটক । তথাপি এ আপনার কাছে আমি মুক্তকণ্ঠে স্বীকার কচ্চি। ভারতবর্ষে পদার্পণ করবার পূর্বেই আমি তার নাম শুনেছিলেম। অন্যান্য রাজ+ দের অপেক্ষাও তার যশ ও কীৰ্ত্তি — ঐলবিলা। পরের যশে পরের গুণে আপনার কি তবে ঈর্ষা হয় ? আপনি সেই জন্যই কি এত দেশ অতিক্রম ক’রে তাকে নিধন কত্তে এসেছিলেন ? সেকন্দর। রাজকুমারি । তা নয়। তাকে বধ করবার আমার কিছুমাত্র ইচ্ছা ছিল না। আমি শুনেছিলেম, যে পুরুরাজকে কেহই জয় কত্তে পাবে না। তাই শুনেই আমার জয়ম্পূহ উত্তেজিত হয়েছিল। আগে আমি মনে কৰ্ত্তেম বুঝি আমার কীৰ্ত্তি কলাপে বিস্মিত হযে সমস্ত পৃথিবীর চক্ষু একমাত্র আমার উপরেই নিপতিত রযেছে। কিন্তু যখন শুন্‌লেম, পৃথিবীব লোক পুরুরাজেরও জয়ঘোষণা কচ্চে, তথন আমি বুঝলেম, পৃথিবীতে আমার একজন প্রতিদ্বন্দ্বী আছে। আমি যত দেশে জয় করবার জন্ত গিযেছি, প্রায় সকল দেশই বিনা যুদ্ধে আমার নামমাত্র শুনেই আমাব শরণাপন্ন হয়েছে। কিন্তু ওরূপ সহজ জয়লাভে আমার তৃপ্তি বোধ হ’ত না। যখন পুরাজের নাম আমি শুনলেম, তখন ভারতভূমিকে আমার গৌরব অর্জনের উপযুক্ত ক্ষেত্র বলে মনে করলেম ; পুরুরাজের যেরূপ পৌরুষ ও বিক্রমের কথা পূৰ্ব্বে গুনেছিলেম, কাৰ্য্যে তার অধিক পরিচয় পেয়েছি। যখন র্তার সমস্ত সৈন্ত যুদ্ধে বিনষ্ট হয়ে গেল, তখন তিনি আমাকে দ্বন্দ্বযুদ্ধে আবান কল্পন। আমি তাতে সম্মত হয়েছিলেম, আমাদের দুজনে