পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । אף( তক্ষশীল। না,-আমি ওঁকে আমার মন থেকে কিছুতেই দূৰ কত্বে পারব না। দেখদেখি ভগ্নি ! তোমার জন্যই তো আমার এই দশ হ’ল। তোমার পরামর্শ শুনেছিলেম বলেই তো ওঁর নিকট আমাকে ঘৃণাম্পদ হ’তে হয়েছে ; আর আমার সহ হয না । আমি ওঁব ঘৃণিত হ’য়ে আর ক্ষণকালও থাকতে পাচ্চিনে । যাই,—আমি ঐ সুন্দরীর পদতলে এখনি গিয়ে পড়ি। আমি তাকে বলিগে যে, আমি সেকন্দরসার বিরুদ্ধে এখনি অস্ত্র ধাবণ কৰ্ত্তে প্রস্তুত আছি,— যুদ্ধে প্রাণ দিতেও প্রস্তুত আছি। অস্বালিকা । (কষ্ট হইয়া ) যান মহারাজ ! এখনি আপনি যুদ্ধক্ষেত্রে যান, আর আমি আপনাকে নিবারণ করব না, শীঘ্ৰ যান, পুরুবাজ আপনার প্রতীক্ষা কচ্চেন । তক্ষশীল। ( আশ্চৰ্য্য হইয় ) কি পুরুরাজের এখনও মৃত্যু হয়নি? তবে কি জনরব মিথ্যা হ’ল। পুরুরাজ আবার যমপুরী থেকে ফিরে এলেন না কি ? তবে দেখছি, আমার সব আশা ফুরিয়ে গেল, হা অদৃষ্ট ! অম্বালিকা। দেখুন গিয়ে মহারাজ ! পুরুরাজ বেঁচে উঠেছেন। তিনি খানিক অচেতন অবস্থায় ছিলেন ব’লে, জনরব উঠেছিল, তার মৃত্যু হয়েছে! তিনি এখনি সসৈন্ত এসে বল পূৰ্ব্বক রাজকুমারী ঐলবিলাকে আপনার নিকট হ’তে নিয়ে যাবেন । যান মহারাজ ! আর বিলম্ব করবেন না, পুরুরাজের সাহায্যে এখনি গমন করুন। পুরুরাজের মত হিতৈষী বন্ধু তো আর আপনার দ্বিতীয় নেই, আমি চল্লেম। (অম্বালিকার প্রস্থান।)