পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br२ পুরু-বিক্রম নাটক । পুক। সৈন্যগণ! তোমরা ক্ষত্রিয়ের স্থায়ই কাৰ্য্য কবেছ। ঘরে বসে ব্যাধিতে মরা ক্ষত্রিণের অধৰ্ম্ম । রণস্থলে প্রাণত্যাগ করাই ক্ষত্রিয়ের একমাত্র ধৰ্ম্ম –দেখ, তোমরা যুদ্ধের সময় কি রাজ কুমারী ঐলবিলাকে দেখতে পেয়েছিলে ? সৈন্যগণ। কৈ না মহারাজ ! পুরু। (স্বগত) তিনি আমাকে বলেছিলেন যে, তক্ষশীলের সৈন্যগণকে যবনগণের বিরুদ্ধে উত্তেজিত করে দিয়েই, শিবিরে এসে আমার সঙ্গে মিলিত হবেন। তা কৈ ?—তিনি কি তবে আমাকে প্রতারণা কল্লেন ?—তবে কি তিনি রাজা তক্ষশীলের প্রতিই যথার্থ অমুরাগিণী ?—তিনি কি তবে তক্ষশীলের সঙ্গে দেখা করবার জন্যই ছল ক’রে র্তার শিবিরে রইলেন ?—না, এমন কখনই হতে পারে না। রাজকুমারী ঐলবিলার কখনই এরূপ নীচ অন্তঃকরণ নয়। কিন্তু কিছুই বলা যায় না,—রমণীর মন! একজন পত্রবাহকের প্রবেশ । পত্রবাহক। রাণী ঐলবিলা আপনাকে এই পত্ৰখানি দিয়েছেন, • ( পুৰুকে পত্র প্রদান । ) পুরু। (মহা আহ্নাদিত হইয়া পত্র গ্রহণ করত স্বগত) রাজ কুমারী ঐলবিলা পত্র পাঠিয়েছেন, আ! বঁচিলেম। এতক্ষণে যে জীবন এল । ( মনের আগ্ৰহতা বশত: শিরোনামের প্রতি লক্ষ্য - করিয়াই পত্র পাঠ । )