পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ઝ-૧ নিবারণ করি, তা হলে ওদের মনে বড় কষ্ট দেওয়া হবে। দেখুন দৃতরাজ! রণক্ষেত্রে প্রাণত্যাগ করাই ক্ষত্রিয়গণের একমাত্র ধৰ্ম্ম। এফেষ্টিয়ন। (যবন সৈন্তগণের প্রতি) তবে সৈন্যগণ। পুরুরাজকে বলপূৰ্ব্বক বন্দি করে নিয়ে চল। পুরুর সৈন্যগণ। আমরা একজন থাকৃতে মহারাজকে বন্দি হতে দেব না । (উভয় সৈন্তের যুদ্ধ। একে একে পুরুবাজের সকল সৈন্যের পতন। ) এফেষ্টিয়ন । সৈন্যগণ! এখন পুকরাজকে শিবিরের বাহিরে নিয়ে চল। (সৈনাগণ পালঙ্গ ধধিয়া পুকরাজকে রঙ্গভূমির কিঞ্চিৎ পুরোভাগে আনয়ন,—এই সময পুরুব মৃত সৈন্যগণকে আববণ কবিয়া রঙ্গভূমি বিভাগ করত অার একট পট নিক্ষেপ । ) ( দৃশ্ব রণক্ষেত্র । ) তক্ষশীলের প্রবেশ । তক্ষশীল। পুরুবাজ মরেছেন না কি ? কৈ দেখি ? (নিকটে গিয়া স্বগত) এষে এখনও বেঁচে আছে। তবেই দেখছি জনরবের কথাটা মিথ্যা হল। ( প্রকাশ্যে এফেষ্টিয়নের প্রতি ) আপনি এ কে । বন্দি করে নিয়ে যাচ্চেন নাকি ? ( পুকুর প্রতি ) ভায়া । তোমাকে এত করে বলে ছিলেম যে সেকন্দবসাব সঙ্গে যুদ্ধ ক:স্ত নেও না, তা