পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

公8 পুরু-বিক্রম নাটক । হয়,—তো পরলোকে গিয়ে মিলিত হব। আপনি কি তবে তাকে দ’গ্ধে মাত্রবার জন্তই এতক্ষণ বঁচিয়ে বেখেছেন ? লোকে যে সেকনাবসার দয়া ও মহত্ত্বেব কীৰ্ত্তন করে, তবে কি, সে এইরূপ দয়া ? এইরূপ মহত্ব ?—ধিক্ !— সেকন্দর। রাজকুমাবি! আপনি যদি পুকরাজকে ভাল বাসেন, তা হ’লে স্তাব মরণ ইচ্ছা করবেন না। আমি আপনাকে পূৰ্ব্ব হতেই ব’লে রাখলেম যে, এতে আমার কোন হাত নেই। রাজা তক্ষশীলের উপরেই সমস্ত নির্ভব কচ্চে। যদি পুরুরাজের প্রাণ যায়, তা হলে, সেও আপনাব দোষেই যাবে। আমাকে তখন আব আপনি দোষী কত্তে পাববেন না । এই যে,--ওবা পুকবাজকে এখানে নিয়ে আসচে দেখছি। পুরুরাজকে লইয়। এফেষ্টিয়ন ও সৈন্যগণের প্রবেশ । সেকন্যব। ক্ষল্লিঘৰীব ! তোমাব অহঙ্কাবেল ফল এখন ভোগ কর। কেন তুমি জয় লাভের আশা বৃথা আমার সঙ্গে যুদ্ধ কন্তে এসেছিলে বল দেখি ? পুরু। শৃগালেব হয় অলক্ষিতভাবে আক্রমণ ক’লে দে জয় লাভ হয়, সেরূপ জয় লাভে কোন বীব-পুকস কখনই উল্লাসিত হন না। সেকন্দব। কি পুক ! তুমি এখনও নত হলে না ? তোমার দেখছি, ভাবি পদ্ধা হয়েছে। এর সমূচিত শাস্তি না দিযে আমি তোমাকে কখনই ছেড়ে দেব না।--বাজ তক্ষশীল দেখদিবি