পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । S(t কেমন আমার শরণাপন্ন হয়েছেন ? তুমি যদি তার দৃষ্টান্তের অনুগামী হ’তে তা হ’লে তোমার পক্ষে মঙ্গল ছিল,—দেখে নিও আমি মহারাজ তক্ষশীলকে সমস্ত ভারতবর্যের অধীশ্বর ক’রে দিয়ে যাব । পুরু। কি ?—তক্ষশীল ?— সেকন্দব। হা, আমি তারই কথা ব’লচি। পুক। আমি জানি সে তোমার বিস্তর উপকার করেছে। সে বিশ্বাসঘাতক হ’য়ে, আমাদের সকলকে পরিত্যাগ ক’লে, তোমাব পক্ষ অবলম্বন করেছে ; সে তার যশোমান পোকঘ সকলি তোমার নিকট বিক্রয় করেছে ; এমন কি সে আপনার ভগ্নীকে পর্যন্ত তোমাকে সমর্পণ করেছে। এরূপ উপকাৰী বন্ধুব প্রত্যুপকার করবার জন্য তোমাব যে সৰ্ব্বদাই চেষ্টা হবে, তাতে আর সন্দেহ কি ? কিন্তু সেকন্দরসা ! সে বিষয় আর কেন বৃথা চিন্তা কর্চ ? যাও দেখে এস, তোমার সেই পৰমবন্ধুর মৃত দেহ এখন আমার শিবিবের মধ্যে গড়াগড়ি যাচ্চে । সেকন্দব । ( আশ্চর্য হইযl ) কি ! রাজ তক্ষশীলের মৃত্যু হযেছে ? অম্বালিকা। কি ? অামাব ভাই ?—আমার মাথায় বজ্রাঘাত পোলো না কি ?—হা! আমার কি হবে— ( ক্ৰন্দন । ) এফেষ্টিঘন । ই মহারাজ ! রাজ তক্ষশীলের সত্য সত্যই মৃত্যু ইপিছে । আমরা মহারাজের আদেশমতে পুরুরাজকে বন্দি কত্তে