পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১৩
ঝড়

সুপ্তির জড়িমা-ঘোরে
তীরে থেকে তোরা ও’রে
ক’রেছিস্‌ ভয়,
যে-ঝড় সহসা কানে
বজ্রের গর্জ্জন আনে—
“নয়, নয়, নয়।”

তোরা ব’লেছিলি তাকে
“বাঁধিয়াছি ঘর।
মিলেছে পাখীর ডাকে
তরুর মর্ম্মর।
পেয়েছি তৃষ্ণার জল,
ফ’লেছে ক্ষুধার ফল,
ভাণ্ডারে হ’য়েছে ভরা লক্ষ্মীর সঞ্চয়।”
ঝড়, বিদ্যুতের ছন্দে
ডেকে ওঠে মেঘ-মন্দ্রে,—
“নয়, নয়, নয়॥”

সমুদ্রে আমার তরী;
আসিয়াছি ছিন্ন করি’
তীরের আশ্রয়।
ঝড় বন্ধু তাই কানে