পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১২৬

ক্লান্ত আমি তা’রি লাগি’, অন্তর তৃষিত—
কতদূরে আছে সেই খেলা-ভরা মুক্তির অমৃত।
বধূ যথা গোধূলিতে শেষ ঘট ভ’রে,
বেণু-চ্ছায়া-ঘন পথে অন্ধকারে ফিরে যায় ঘরে,
সেই মতো, হে সুন্দর, মোর অবসান
তোমার মাধুরী হ’তে
সুধা-স্রোতে
ভ’রে নিতে চায় তা’র দিনান্তের গান।
হে ভীষণ, তব স্পর্শ-ঘাত
অকস্মাৎ
মোর গূঢ় চিত্ত হ’তে কবে
চরম বেদনা-উৎস মুক্ত করি’ অগ্নি-মহোৎসবে
অপূর্ণের যত দুঃখ, যত অসম্মান
উচ্ছাসিত রুদ্র হাস্যে করি’ দিবে শেষ দীপ্যমান॥


আণ্ডেস্ জাহাজ, ২৬ অক্টোবর, ১৯২৪।