পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৪০

নিতে যারা জানে তা’রাই জানে,
বোঝে তা’রা মূল্যটি কোন্‌-খানে।
তা’রাই জানে বুকের রত্ন-হারে
সেই মণিটি ক’জন দিতে পারে
হৃদয় দিয়ে দেখিতে হয় যারে
যে পায় তা’রে পায় সে অবহেলে।
পাওয়ার মতন পাওয়া যা’রে কহে
সহজ ব’লেই সহজ তাহা নহে,
দৈবে তা’রে মেলে॥

ভাবি যখন ভেবে না পাই তবে
দেবার মতো কী আছে এই ভবে।
কোন্ খনিতে কোন্ ধন-ভাণ্ডারে,
সাগর-তলে কিম্বা সাগর-পারে,
যক্ষরাজের লক্ষ মণির হারে
যা আছে তা কিছুই তো নয়, প্রিয়ে।
তাই-তো বলি যা কিছু মোর দান
গ্রহণ ক’রেই কর্‌বে মূল্যবান,
আপন হৃদয় দিয়ে॥


আণ্ডেস্‌ জাহাজ, ৩ নভেম্বর, ১৯২৪।