পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৪৮

মনে পড়ে ভীরু হিয়ার না-বলা সেই বাণী,
সেই আধেক জানাজানি॥

এই জীবনে সেই তো আমার প্রথম ফাগুন মাস।
ফুট্‌লো না তা’র মুকুলগুলি,
শুধু তা’রা হাওয়ায় দুলি’
অবেলাতে ফেলে গেছে চরম দীর্ঘশ্বাস,
আমার প্রথম ফাগুন মাস॥

ঝ’রে-পড়া সেই মুকুলের শেষ-না-করা কথা
আজকে আমার সুরে গানে
পায় খুঁজে তা’র গোপন মানে,
আজ বেদনায় উঠ্‌লো ফুটে তা’র সে-দিনের ব্যথা,
সেই  শেষ-না-করা কথা॥

পারে যাওয়ার উধাও পাখী সেই কিশোরের ভাষা,
প্রাণের পারের কুলায় ছাড়ি’
শূন্য আকাশ দিলো পাড়ি,
আজ এসে মোর স্বপন মাঝে পেয়েছে তা’র বাসা,
আমার সেই কিশোরের ভাষা॥


বুয়েনােস্ এয়ারিস্,

১১ নভেম্বর, ১৯২৪।