পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

মিলন

জীবন -মরণের স্রোতের ধারা
যেখানে এসে গেছে থামি’
সেখানে মিলেছিনু সময়-হারা
একদা তুমি আর আমি।
চ’লেছি আজ একা ভেসে
কোথা যে কত দূর দেশে,
তরণী দুলিতেছে ঝড়ে;—
এখন কেন মনে পড়ে
যেখানে ধরণীর সীমার শেষে
স্বর্গ আসিয়াছে নামি’
সেখানে একদিন মিলেছি এসে
কেবল তুমি আর আমি॥

সেখানে ব’সেছিনু আপনা-ভোলা
আমরা দোঁহে পাশে পাশে।
সেদিন বুঝেছিনু কিসের দোলা
দুলিয়া উঠে ঘাসে ঘাসে।