পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২১৪

বুঝিনু কী আগুনে ফাগুন হাওয়া
গোপনে আপনারে দাহে;—
কেন যে অরুণের করুণ চাওয়া
নিজেরে মিলাইতে চাহে;
অকূলে হারাইতে নদী
কেন যে ধায় নিরবধি;
বিজুলি আপনার বাণে
কেন যে আপনারে হানে;
রজনী কী খেলা যে প্রভাত সনে
খেলিছে পরাজয়-কামী,
বুঝিনু যবে দোঁহে পরাণ-পণে
খেলিনু তুমি আর আমি॥


জুলিয়ো চেজারে জাহাজ, ৯ জানুয়ারী, ১৯২৫।