পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২২২

সে লইল তুলে আমার ফলের ডালা,
করতালি দিল’ হাসিয়া সকৌতুকে।
আমি লইলাম তাহার ফুলের মালা
তুলিয়া ধরি বুকে।
“মোর হ’লো জয়” হেসে হেসে কয়,
দূরে চ’লে গেল ত্বরা।
উঠিল তপন মধ্যগগনদেশে,
আসিল দারুণ খরা,
সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে
ফুলগুলি সব ঝরা॥


জুলিয়াে চেজারে জাহাজ, ১৭ জানুয়ারী, ১৯২৫।