পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২৪৪

১৭

সে-দিন শুনিনি কথা—আজ মোরা তোমার আদেশ
শির পাতি’ লবো।
কণ্ঠে কণ্ঠে বক্ষে বক্ষে ভারতে মিলিবে সর্ব্বদেশ
ধ্যানমন্ত্রে তব।
ধ্বজা করি’ উড়াইব বৈরাগীর উত্তরী’ বসন
দরিদ্রের বল।
“এক-ধর্ম্ম-রাজ্য হবে এ ভারতে” এ মহাবচন
করিব সম্বল।

১৮



মারাঠীর সাথে আজি, হে বাঙালী, এক কণ্ঠে বলো
“জয়তু শিবাজি।”
মারাঠীর সাথে আজি, হে বাঙালী, এক সঙ্গে চলো
মহোৎসবে আজি।
আজি এক সভাতলে ভারতের পশ্চিম - পূরব
দক্ষিণে ও বামে
একত্রে করুক ভোগ এক সাথে একটি গৌরব
এক পুণ্য নামে।


(শিবাজী-উৎসব, ১৩১১)