পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৫
পূরবী

হে নূতন,
তোমার প্রকাশ হোক কুজ্ঝটিকা করি’ উদ্ঘাটন
সূর্য্যের মতন।
বসন্তের জয়ধ্বজা ধরি’,
শূন্য শাখে কিশলয় মুহূর্ত্তে অরণ্য দেয় ভরি’—
সেই মতো, হে নূতন,
রিক্ততার বক্ষ ভেদি’ আপনারে করো উন্মোচন।
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক, তোমা মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়।”


উদয়-দিগন্তে ঐ শুভ্র শঙ্খ বাজে।
মোর চিত্ত-মাঝে
চির-নূতনেরে দিল’ ডাক
পঁচিশে বৈশাখ।


(২৫ বৈশাখ, ১৩২৯)