পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

দুর্দ্দিন

ঐ আকাশ-পরে আঁধার মেলে কি খেলা আজ খেল্‌তে এলে
তোমার মনে কি আছে তা জান্‌বো না।
আমি তবুও হার মান্‌বো না,  হার মান্‌বো না।
তোমার সিংহ-ভীষণ রবে,
তোমার  সংহার-উৎসবে,
তোমার  দুর্য্যোগ-দুর্দ্দিনে—
তোমার তড়িৎশিখায় বজ্রলিখায় তোমায় লবো চিনে;—
কোনো শঙ্কা মনে আন্‌বো না গো আন্‌বো না।
যদি সঙ্গে চলি রঙ্গভরে কিম্বা পড়ি মাটির পরে
তবুও হার মান্‌বো না হার মান্‌বো না।

কভু যদি আমার চিত্তমাঝে ছিন্ন-তারে বেসুর বাজে
জাগে যদি জাগুক প্রাণে যন্ত্রণা—
ওগো না পাই যদি নাইবা পেলেম সান্ত্বনা।
যদি তোমার তরে আজি
ফুলে সাজিয়ে থাকি সাজি,
প্রদীপ জ্বালিয়ে থাকি ঘরে,
তবে ছিঁড়ে গেলে পুষ্প, প্রদীপ নিবে গেলে ঝড়ে
তবু ছিন্ন ফুলে কর্‌বো তোমার বন্দনা।
তবু নেবা-দীপের অন্ধকারে ক’র্‌বো আঘাত তোমার দ্বারে,
জাগে যদি জাগুক প্রাণে যন্ত্রণা।