পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শিলংয়ের চিঠি
২৪

আর ভালো নয় মোটর-গাড়ির ঘোর বেসুরো হাঁক দেওয়া,
নিরপরাধ পদাতিকের সর্ব্বদেহে পাঁক দেওয়া।
তা’ছাড়া সব পিসু মাছি কাশি হাঁচি ইত্যাদি,
কখনো বা খাওয়ার দোষে রুখে দাড়ায় পিত্তাদি;
এমনতরো ছোটখাটো একটা কিম্বা অর্দ্ধটা
যৎসামান্য উপদ্রবের নাই বা দিলাম ফর্দ্দটা।
দোষ গাইতে চাই যদি তো তাল করা যায় বিন্দুকে;
মোটের উপর শিলঙ্ ভালোই যাই না বলুক নিন্দুকে।
আমার মতে জগৎটাতে ভালোটারই প্রাধান্য,—
মন্দ যদি তিন-চল্লিশ, ভালোর সংখ্যা সাতান্ন।
বর্ণনাটা ক্ষান্ত করি, অনেকগুলো কাজ বাকি,
আছে চায়ের নেমন্তন্ন, এখনো তা’র সাজ বাকি।
 * * * *
ছড়া কিম্বা কাব্য কভু লিখ্‌বে পরের ফর্‌মাসে
রবীন্দ্রনাথ ঠাকুর জেনো নয়কো তেমন শর্ম্মা সে।
তথাপি এই ছন্দ র’চে ক’রেছি কাল নষ্ট তো;
এইখানেতে কারণটি তা’র ব’লে রাখি স্পষ্টত,—
তোমরা দু’জন বয়সেতে ছোট-ই হবে বোধ করি,
আর আমি তো পরমায়ুর ষাট দিয়েছি শোধ করি’।