পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৫
পূরবী

তবু আমার পক্ক কেশের লম্বা-দাড়ির সম্ভ্রমে
আমাকে যে ভয় করোনি দুর্ব্বাসা কি যম ভ্রমে,
মোর ঠিকানায় পত্র দিতে হয়নি কলম কম্পিত,
কবিতাতে লিখ্‌তে চিঠি হুকুম এলো লক্ষিত,
এইটে দেখে মনটা আমার পূর্ণ হ’লো উৎসাহে,
মনে হ’লো, বৃদ্ধ আমি মন্দ লোকের কুৎসা এ।
মনে হ’লো আজো আছে কম বয়সের রঙ্গিমা,
জরার কোপে দাড়ি-গোঁপে হয়নি জবড়-জঙ্গিমা।
তাই বুঝি সব ছোটো যারা তা’রা যে কোন্ বিশ্বাসে
এক-বয়সী ব’লে আমায় চিনেছে এক নিশ্বাসে।
এই ভাবনায় সেই হ’তে মন এম্‌নিতরো খুশ্ আছে,
ডাক্‌ছে ভোলা “খাবার এলো” আমার কি আর হুঁশ আছে?
জান্‌লা দিয়ে বৃষ্টিতে গা ভেজে যদি ভিজুক তো,
ভুলেই গেলাম লিখ্‌তে নাটক আছি আমি নিযুক্ত।
মনকে ডাকি “হে আত্মারাম, ছুটুক তোমার কবিত্ব,
ছোট্ট দুটি মেয়ের কাছে ফুটুক রবির রবিত্ব।”


(শিলং, ২৬ জ্যৈষ্ঠ, ১৩৩০)