পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪১
আগমনী

অশোক-বনে নবীন পাতা
আকাশ পানে তুলিল মাথা,
কহিল, “এসেছো কি?”
মর্ম্মরিয়া থরথর কাঁপিল আমলকী।

কাহারে চেয়ে উঠিল গেয়ে দোয়েল চাঁপা-শাখে
“শোনো গো, শোনো শোনো।”
শামা না জানে প্রভাতী-গানে কি নামে তা’রে ডাকে
আছে কি নাম কোনো?
কোকিল শুধু মুহুর্মুহু
আপন মনে কুহরে কুহু
ব্যথায় ভরা বাণী।
কপোত বুঝি শুধায় শুধু, “জানি কি, তা’রে জানি?”

আমের বোলে কী কলরোলে সুবাস ওঠে মাতি’
অসহ উচ্ছ্বাসে।
আপন মনে মাধবী ভণে কেবলি দিবারাতি,
“মোরে সে ভালোবাসে।”
অধীর হাওয়া নদীর পারে
ক্ষ্যাপার মতো কহিছে কা’রে
“বলো তো কী যে করি?”
শিহরি’ উঠি’ শিরীষ বলে, “কে ডাকে মরি, মরি!”