পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পুরবী
৪৮

দেখো তো, সখি, দিয়েছে ও-কি
সুখের কাঁদা দুঃখের হাসি,
দুরাশা-ভরা চাহনি?
দিয়েছে কি না ভোরের বীণা,
দিয়েছে কি সে রাতের বাঁশি
গহন-গান-গাহনি?
বিপুল ব্যথা ফাগুন-বেলা,
সোহাগ কভু, কভু বা হেলা,
আপন মনে আগুন-খেলা
পরাণমন-দাহনি,—
দেখো ত ডালা, সে স্মৃতি-ঢালা
আছে আকুল চাহনি?


ডেকেছে, কবে মধুর রবে
মিটালে কবে প্রাণের ক্ষুধা
তোমার কর-পরশে,
সহসা এসে করুণ হেসে
কখন চোখে ঢালিলে সুধা
ক্ষণিক তব দরশে,—