পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারত কলঙ্ক । ৯৩ ভারতবর্ষীয়দিগের রণনৈপুণ্য মীমাংসা করা যাইতে পারে না। সে যাহাই হউক, নিম্নলিখিত ছটা কথা মুসলমান পুরাবৃত্ত হইতেই বিচারের দ্বারা সিদ্ধ হইতেছে । প্রথম, আরব-দেশীয়ের এক প্রকার দিগ্‌বিজয়ী। যখন যে দেশ আক্রমণ করিয়াছে, তখনই তাহারা সেই দেশ জয় করিয়া পৃথিবীতে অতুল সাম্রাজ্য স্থাপন করির ছিল । তাহারা (कलश श्हे ८झ१ श्हेउ अझाफूङ श्हेब्र। दक्लिड इग्न। अकिस्म ফ্ৰান্স, পূৰ্ব্বে ভারতবর্ষ। আয়ব্যের মিশর ও শিরির দেশ মহম্মদের মৃত্যুর পর ছর বৎসর মধ্যে, পারস্য দশ বৎসরে, আফ্রিকা ও স্পেন এক এক বৎসরে, কাবুল অষ্টাদশ বৎসরে, তুর্কস্থাম আট বৎসরে, সম্পূর্ণরূপে অধিকৃত করে । কিন্তু তাহার ভারতবর্ষ জ্বরের জন্য এক শত বৎসর পর্য্যস্ত যত্ন করিয়াও ভারতবর্ষ হস্তগত করিতে পারে নাই। মহম্মদ বিনকাসিম সিন্ধুদেশ অধিকৃত করিয়াছিলেন বটে, কিন্তু তিনি রাজপুতামা হইতে পরাভূত হইয়া বস্থিত হইয়াছিলেন এবং উহার মৃত্যুর কিছু কাল পরে সিন্ধু রাজপুতগণ কর্তৃক পুনরাধকৃত হইরাছিল। ভারত জয় দিগ্‌বিজয়ী আরব্যদিগের সাধ্য হয় নাই। এলফিন্থ ষ্টোন যলেন যে হিন্দুদিগের দেশীয় ধৰ্ম্মের প্রতি দৃঢ়াকুরাগই এই অজেরতার কারণ। আমরা বলি রণনৈপুণা,—যোধশক্তি । হিন্দুদিগের আত্মধৰ্ম্মামুরাগ অদ্যাপি ত বলবৎ। তবে কেন হিন্দুরা সাত শত বৎসর পরজাতিপদানত ? দ্বিতীয়, যখন কোন প্রাচীন দেশের নৈকট্যে नशार्ङ्गशः বিশিষ্ট এবং বিজয়াতিলাষী জাভি অবস্থিতি করে, তখন প্রাচীন জাতি প্রার নবীনের প্রভূত্বাধীন হইয়া যায় । এইরূপ সৰ্ব্বাস্ত কারী বিজরাভিলাষী জাতি, প্রাচীন ইউরোপে রোমকের, আসিয়ায় আরব্য ও তুরকীয়েরা। যে বে জাতি ইহাদিগের