পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స8 তারত কলঙ্ক । ग:यtजू भागिग्नtई, उाशद्राशे *ज्ञाछूठ इहेब्रा हेशरिशंद्र अशैम হইয়াছে। কিন্তু তন্মধ্যে হিন্দুরা যত দূর দুর্জেয় হইয়াছিল, এতাদৃশ আর কোম জাতিই হয় মাই। আরব্যগণ কর্তৃক যত অল্পকালমধ্যে মিশর, উত্তর আফ্রিকা, স্পেন, পারস্য, তুরক, এবং কাবুলরাজ্য উচ্ছিন্ন হইরাছিল, তাহ পূৰ্ব্বেই কথিত হইয়াছে। তদপেক্ষা বিখ্যাত কতিপয় সাম্রাজ্যের উদাহরণ দেওয়া যাইতে পারে। রোমকের প্রথম ২০০ খ্ৰীষ্ট পূৰ্ব্বাবে গ্রীস আক্রমণ করে। তদবধি ৫২ বৎসর মধ্যে ঐ রাজ্য একেবারে নিঃশেষ বিজিত হয়। সুবিখ্যাত কার্থেজ রাজ্য ২৬৪ খৃষ্ট-পূৰ্ব্বাবে প্রথম রোমকদিগের সহিত সংগ্রামে প্রবৃত্ত হয়। ১৪৬ খৃষ্ট-পূৰ্ব্বাবে, অর্থাৎ এক শত বিশ বৎসর মধ্যে সেই রাজা রোমকগণ কর্তৃক ধ্বংসিত হয়। পূৰ্ব্ব রোমক বা গ্ৰীক সাম্রাজ্য চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে তুরকীয়গণ কর্তৃক আক্রান্ত হইয়৷ ১৪৫৩ খৃষ্টাবে, অর্থাৎ পঞ্চাশত বৎসর মধ্যে তুরকী দ্বিতীয় মহম্মদের হস্তে বিলুপ্ত হয়। পশ্চিম রোমক, যাহার নাম অদ্যপি জগতে বীরদপের পতাকাস্বরূপ, তাহাই ২৮৬ খৃষ্টাকে উত্তরীয় বৰ্ব্বজাতি কর্তৃক প্রথম আক্রান্ত হইয়া ৪৭৬ খৃষ্টাব্ধে, অর্থাৎ প্রথম বৰ্ব্বর বিপ্লবের ১৯• বৎসর মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়। ভারতবর্ষ ৬৬৪ খষ্টাব্দে আরব্য মুসলমানগণ কর্তৃক প্রথম আক্রাস্ত হয়। তদন্ধ হইতে পাঁচ শত উনত্রিশ বৎসয় পরে শাহাবুদীম ঘোরী কর্তৃক উত্তর ভারত অধিকৃত হয়। শাহাবুদ্দীন বা তাহার অমুচরেরা আরব্য জাতীয় ছিলেন না। আরব্যেরা যেরূপ বিফলযত্ন হুইয়াছিল, গজনী নগরাধিষ্ঠাত তুরকীরের তদ্রুপ। যাহারা পৃথ্বীরাজ, জয়চন্দ্র এবং সেনরাজা প্রভৃতি হইতে উত্তর ভারতরাজ্য অপহরণ করে, হতারা পাঠান বা আফগান। আরব্যদিগের প্রথম