পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারত কলঙ্ক । సి(t ভারতীক্রমণের ৭২১ বৎসর ও তুরকীদিগের প্রথম ভারতাক্র মণের ২১৩ বৎসর পরে,তৎস্থানীয় পাঠানেরা ভারতরাজ্যাধিকার করিয়াছিল। পাঠানের কখনই আরব বা তুরকী বংশীয়দিগের ন্যায়, সমৃদ্ধিসম্পন্ন বা প্রতাপাম্বিত নহে। তাহারা কেবল পূৰ্ব্বগত আরব ও তুরকীদিগের স্বচিত কাৰ্য সম্পন্ন করিয়াছিল। আরব, তুরকী, এবং পাঠান, এই তিন জাতির যত্ন-পারম্পৰ্য্যে সাৰ্দ্ধ পাচ শত বৎসরে ভারতবর্ষের স্বাধীনতা লুপ্ত হয়।” - মুসলমান সাক্ষীরা এইরূপ বলে। ইহাও স্মরণ রাখা কৰ্ত্তব্য যে, ইহাদের নিকট হিন্দুরা যখন পরিচিত হইয়াছিলেন, তখন হিন্দুদিগের মুসমর প্রায় অতীত হইয়াছিল,-রাজলক্ষ্মী ক্রমে ক্রমে মলিন হুইয়া আসিয়াছিলেন। খৃষ্টীয় অন্ধের পূৰ্ব্বগত হিন্দুর অধিকতর বলবান ছিলেন, তদ্বিষয়ে সন্সেছ नाशे । সেই সময়ে গ্রীকদিগের সহিত পরিচর। তাহারা নিজে अक्डिौद्र दलवान । उाशबा छूद्राङ्कः उाबउदशैग्रनिtभब्र সাহস ও রণনৈপুণ্যের প্রশংসা করিয়াছে। মাকিদনীয় বিপ্লব বর্ণন কালে, তাহয়৷ এইরূপ পুনঃ পুনঃ নির্দেশ করিয়াছে যে, জাসিয়া প্রদেশে এইরূপ রণপণ্ডিত দ্বিতীয় জাতি তাহার দেখে নাই। এবং হিন্দুগণ কর্তৃক যেরূপ গ্ৰীক সৈন্যহানি হইয়াছিল, এরূপ অন্য কোন জাতি কর্তৃক হয় নাই। প্রাচীন ভারতবর্ষীয়দিগের রণদক্ষত সম্বন্ধে যদি কাহারও সংশয় থাকে, তবে তিনি মাকিদনীর বিপ্লবের বৃত্তাস্তলেখক গ্ৰীকদিগের গ্রন্থ পাঠ করিবেন।

  • পশ্চিমাংশে আরব্য ও তুরকীয়ের কিছু ভূমি অধিকার করিয়াছিল মাত্র।