পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন ভারতবর্ষের রাজনীতি। ১২৭ দিগকে ত অগ্রিম বেতন প্রদান পূর্বক উপযুক্ত সময়ে যুদ্ধেযাত্র করিয়া থাকেন ?” নিম্নলিখিত কথাটির আমরা অনুমোদন করি না, কিন্তু চতু দশ লুই শুনিলে অনুমোদন করিতেন,— “পরস্পরের ভেদ উপস্থিত করিবার নিমিত্ত শত্রুপক্ষীয় প্রধান প্রধান সৈন্যদিগকে ত মাথাযোগ্য ধনদান করেন ?” নিম্নলিখিত কথাগুলি গ্রেগরি বা ইগ্নেশ্যস লয়লার যোগ্য— “স্বয়ং জিতেন্ত্রির হইয়া আত্মপরাজর পুৰ্ব্বক, ইন্দ্রিয়পরতন্ত্র প্ৰমত্ত বিপক্ষ দিগকেত পরাজয় করিতেছেন ?” পরে,— “বিপক্ষের রাজ্য আক্রমণ কালে আপন অধিকার ত দৃঢ়রূপে সুরক্ষিত করেন ?” পৃথিবীতে যত সৈনিক জন্সিয়াছেন, তন্মধ্যে হানিবল এক জন অত্যুৎকৃষ্ট। কিন্তু তিনি এই কথা বিস্তৃত হওয়াতে, সব হারাইয়া ছিলেন। তিনি যখন ইতালিতে অনিবাৰ্য্য, সিপিও তখন আফ্রিকাতে সৈন্য লইয়া গিয়া তাহার কৃত রৎজর সকল বিফল করিয়াছিলেন। “এবং তাহাদিগকে পরাজিত করিরা পুনৰ্ব্বার স্ব স্ব পদে ত প্রতিষ্ঠিত করির থাকেন ?” রোমকেরা ইহা করিতেন, এবং ভারতবর্ষে ইংরেজের ইহা করেন। এই জন্য এতদুভয় সাম্রাজ্য ঈদৃশ বিস্তার লাভ कब्लिग्नेछ् । নিম্নলিখিত তিনটী বাক্যে সমুদায় রাজকাৰ্য নিঃশেষে বর্ণিত হইয়াছে— “আপনি ত আভ্যন্তরিক ও বাহ্যদনগণ হইতে আপনাকে,