১৩০ প্রাচীন তারতবর্ষের রাজনীতি। "হ্লে মহারাজ ! যথাকালে গাত্ৰোখান পূৰ্ব্বক বেশভূষা সমাধান করিয়া কালজ্ঞ মন্ত্ৰিগণে পরিবৃত হইয়া দর্শনার্থী প্রজাগণকে ত দর্শন প্রদান করেন ?” যে রাজ্যকে প্রজাগণ কখন দেখিতে পায় ন!—তাহার প্রতি প্রজাদিগের অনুরাগ সঞ্চার হয় না । বিশেষতঃ এদেশের লোকের স্বভাব এই। আর রাজদর্শন প্ৰজাগণের দুর্লভ হইলে, তাহাদিগের সকল প্রকার দুঃখ ও প্রকৃত অবস্থা রাজা বা রাজপুরুষের কখন জানিতে পারেন না। হিন্দুরাজাদিগের ন্যায় মুসলমানেরাও এ কথা বুঝিতেন। এখন যেখানে সম্বৎসরে একটা দরবার বা “লেবী” হয়, সেখানে হিন্দু ও মুসলমানদিগের প্রাত্যহিক দরবার হইত। °CH,– “দুৰ্ব্বল শক্রকে ত বলপ্রকাশপূৰ্ব্বক সাতিশয় পীড়িত করেন না ?” তাহা হইলে দুৰ্ব্বল শত্রুও বলবান হইয় উঠে। এই দোষে, স্পেনের দ্বিতীয় ফিলিপ “নিম্নদেশ’ অর্থাৎ বেলজম হলাও হইতে বহিষ্কৃত হইয়াছিলেন। ইংলও যে আমেরিক উপনিবেশ হইতে বহিষ্কৃত হইয়াছিলেন, তাহারও কারণ প্রার এই রূপ। তৎপরে, “ছঃ অহিতকারী কদৰ্য্যস্বভাব দণ্ডাহ তস্কর লোপ্তসহ গৃহীত হইয়াও তাহাদিগের নিকটে ত ক্ষমা লাভ করিয়া থাকে না ?” যে দেশে জুরির বিচার আছে, সে দেশের রাজপুরুষদিগকে আমরাও একথা জিজ্ঞাসা করি । नांङ्ग cष छ१ि ब्राचांश्चाक्ष नैॐन रुद्विग्नांश्म ठांश७ ॐद१८षां?],-शृ१l,
পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।