পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন ভারতবর্ষের রাজনীতি। ১৩১ “নাস্তিকা, অমৃত, ক্রোধ, প্রমাদ, দীর্ঘস্বত্রত, জ্ঞানবান্‌ ব্যক্তিদিগের সাক্ষাৎকার ত্যাগ, আলস্য, চিত্তচাপল্য, নিরস্তর অর্থচিন্তা, অনৰ্থজ্ঞ ব্যক্তির সহিত পরামর্শ, নিশ্চিত বিষয়ের অনারম্ভ, মন্ত্রণার অপরিরক্ষণ, মঙ্গল কার্য্যের অপ্রয়োগ ও প্রত্যুথান, এই চতুর্দশ রাজদোষ।” আর একটা বাক্যমাত্র উদ্ধৃত করিয়া আমরা নিরস্ত হইব— “অন্ধ, মূক, পঙ্গু, বিকলাঙ্গ, বন্ধুবিহীন, প্রত্ৰজিত, ব্যক্তিদিগকে ত পিতার ন্যায় প্রতিপালন করেন ?” এই প্রকার সারা এবং একালেও আদরণীয় কৃথা আরও অনেক আছে। দুই একটা ভণ্ডামিও আছে—উদাহরণ স্বরূপ কয়েক পংক্তি ਚੋਂ করিতেছি— "মুম্বাদ অন্নপান্‌ দ্বারা গুণবান ব্রাহ্মণদিগকে ত ভোজন করাইয়া দক্ষিণ প্রদান করিয়া থাকেন ? একাগ্রচিত্ত হইয়াত বাজপেয় ও পুণ্ডরীক যজ্ঞের অনুষ্ঠানে যত্নবান হইয়া থাকেন ? গুরুজন, বয়োবৃদ্ধ জ্ঞাতি, দেবতা, তাপসৰ্গণ, চৈতাবৃক্ষ, ও শুভফলপ্রদ ব্রাহ্মণদিগকে ত নমস্কায় করিয়া থাকেন? * * লোক সকল ত মাঙ্গল্য বস্তু লইয়া আপনার পাশ্বে অবস্থিতি করে ?” 一š癸挺洛