প্রাচীন ভারতবর্ষের রাজনীতি। ১৩১ “নাস্তিকা, অমৃত, ক্রোধ, প্রমাদ, দীর্ঘস্বত্রত, জ্ঞানবান্ ব্যক্তিদিগের সাক্ষাৎকার ত্যাগ, আলস্য, চিত্তচাপল্য, নিরস্তর অর্থচিন্তা, অনৰ্থজ্ঞ ব্যক্তির সহিত পরামর্শ, নিশ্চিত বিষয়ের অনারম্ভ, মন্ত্রণার অপরিরক্ষণ, মঙ্গল কার্য্যের অপ্রয়োগ ও প্রত্যুথান, এই চতুর্দশ রাজদোষ।” আর একটা বাক্যমাত্র উদ্ধৃত করিয়া আমরা নিরস্ত হইব— “অন্ধ, মূক, পঙ্গু, বিকলাঙ্গ, বন্ধুবিহীন, প্রত্ৰজিত, ব্যক্তিদিগকে ত পিতার ন্যায় প্রতিপালন করেন ?” এই প্রকার সারা এবং একালেও আদরণীয় কৃথা আরও অনেক আছে। দুই একটা ভণ্ডামিও আছে—উদাহরণ স্বরূপ কয়েক পংক্তি ਚੋਂ করিতেছি— "মুম্বাদ অন্নপান্ দ্বারা গুণবান ব্রাহ্মণদিগকে ত ভোজন করাইয়া দক্ষিণ প্রদান করিয়া থাকেন ? একাগ্রচিত্ত হইয়াত বাজপেয় ও পুণ্ডরীক যজ্ঞের অনুষ্ঠানে যত্নবান হইয়া থাকেন ? গুরুজন, বয়োবৃদ্ধ জ্ঞাতি, দেবতা, তাপসৰ্গণ, চৈতাবৃক্ষ, ও শুভফলপ্রদ ব্রাহ্মণদিগকে ত নমস্কায় করিয়া থাকেন? * * লোক সকল ত মাঙ্গল্য বস্তু লইয়া আপনার পাশ্বে অবস্থিতি করে ?” 一š癸挺洛
পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।