পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ツ○。 প্রাচীন এবং নবীনা। পারি না। কয়েকটি বিষয়ে নবীনাগণকে আমরা নিন্দনীয়া বিবেচনা করি । র্তাহাদিগের কোন প্রকার নিন্দা করা আমাদিগের ঘোরতর বে আদবি । তষে চন্দ্রের সঙ্গে তাহাদিগের সাদৃশ্য সম্পূর্ণ করিবার জন্য র্তাহাদিগের কিঞ্চিৎ কলঙ্করটনায় প্রবৃত্ত হইলাম । ১ । তাহাদের প্রথম দোষ আলস্য । প্রাচীন অত্যন্ত শ্রমশালিনী এবং গৃহকৰ্ম্মে সুপটু ছিলেন ; নবীনা, ঘোরতর বাবু ; জলের উপর পদ্মের মত স্থিরভাবে বসিয়া স্বচ্ছ দর্পণে আপনার পর ছায়া তাপলি দেখিয়া দিন কাটান । গুহ কৰ্ম্মের ভার, প্রায় পরিচারকার প্রতি সমৰ্পিত । ইহান্তে অনেক অনিষ্ট জন্মিতেছে ;–প্রথম, শারীরিক পরিশ্রমের অল্পতীয়, যুবতীগণের শরীর বলশূন্য এবং রোগের আগার হইয়। উঠিতেছে। প্রাচীন দিগের, অর্থাৎ পূৰ্ব্বকালের যুবতীদিগের শরীর স্বাস্থ্যজনিত এক অপূৰ্ব্ব লাবণ্যবিশিষ্ট ছিল, এক্ষণে তাহা কেবল নিম্নশ্রেণীর স্ত্রীলোকের মধ্যে দেখা যায়। নবীন দিগের প্রাত্যহিক রোগভোগে তাহাদিগের স্বামী পিতা পুত্র প্রভৃতি সৰ্ব্বদ। জালাতন এবং অমুণী ; এবং সংসারও কাজে কাজেই বিশৃঙ্খলাযুক্ত এবং দুঃখদয় হইয় উঠে। গৃহিণী রূয়শয্যাশায়িণী হইলে, গৃহের শ্রী থাকে না ; অর্থের ধ্বংস হষ্টতে থাকে ; শিশুগণের প্রতি অযত্ন হয় ; সুতরাং তাহাদিগের স্বাস্থ্যক্ষতি ও কুশিক্ষা হয় ; এবং গৃহমধ্যে সৰ্ব্বত্র দুর্নীতির প্রচার হয় । যাহারা ভালবাসে, তাহারাও নিত্য রুশ্নের সেবার দুঃখ সহ্য করিতে পারে না ; সুতরাং দম্পতী প্রীতিরও লাঘব হইতে থাকে। এবং মাতার অকাল মৃত্যুতে শিশুগণের এমত অনিষ্ট ঘটে, যে তাহাদিগের মৃত্যুকাল পর্য্যন্ত তাহারা উহার ফলভোগ করে। সত্য বটে, ইংরেজ জাতীয় স্ত্রীগণকে আলস্যপরবশ