পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধর্মের নৈসর্গিক মূল। Ե-Q: কত সহস্ৰ সহস্ৰ বীজ জন্মে ; একটি ক্ষুদ্র কীট, কত শুত শত অগু প্রসব করে। যদি সেই বীজ, বা সেই অগু, সকল গুলিই রক্ষিত হয়, তবে অতি অল্পকালমধ্যে সেই এক বৃক্ষেই, বা সেই একটা কীটেই পৃথিবী আচ্ছন্ন হয়, অন্য বৃক্ষ বা অন্য জীযের স্তান হয় না। যদি কোন কীট প্রস্তাহ দুষ্টট অগু প্রসব করে, (ইহা অন্যায় কথা নহে) তযে দুই দিনে সেই কীট-সন্তান হইতে চারিটি, তিন দিনে আটটি, চারি দিনে, যেtলট,দশ দিনে সহস্রাধিক, এবং বিশ দিনে দশ লক্ষের অধিক কীট জন্মিযে। এক বৎসরে কত কীট হইবে তাহ শুভঙ্কর হিসাব করিয়া উঠিতে পারেন না । মনুয্যের বহুকাল বিলম্বে এক একটি সস্তান হয়, এক দম্পতি হইতে চারি পাঁচটি সন্তানের অধিক সচরাচর হয় না ; অনেকেই মরিয়া যায় ; তথাপি এমন দেথা গিরাছে বে, কোন প্রদেশে পচিশ বৎসরে মনুষ্যসংখ্যা দ্বিগুণ হইয়াছে। যদি সৰ্ব্বত্র এইরূপ বৃদ্ধি হয় তবে, হিসায করিলে দেথা যাইবে যে, সহস্র বৎসর মধ্যে পৃথিবীতে মন্থয্যের দাড়াইবার স্থান হইবে ন। হস্তীর অপেক্ষ অল্পপ্রসব কোন স্ত্রী বই নহে, মনুষ্য ও নহে কিন্তু ডার্বিন হিসাব করিয়া দেথাইয়াছেন যে অতি নুনিকল্পেও এক হস্তিদম্পতি হইতে ৭৫০ বৎসর মধ্যে এক কোটি নযতি লক্ষ হস্তী সস্তৃত হইবে । এমন কোন বর্ষজীবী বৃক্ষ নাই যে তাহা হইতে বৎসরে দুইটী মাত্র বীজ জন্মে না। লিনিয়স হিসায করিয়াছেন যে, যে বৃক্ষে বৎসরে দুইটী মাত্র বীজ জন্মে, সকল বীজ রক্ষা পাইলে, তাহা হইতে বিংশতি বৎসরে দশ লক্ষ বৃক্ষ হুইবে * এক্ষণে পাঠক ভাবিয়া দেখুন একটি বাৰ্ত্তাকু বৃক্ষে কতগুলি বাৰ্ত্ত কু-পরে ভাবুন বাৰ্ত্তাকুতে কতগুলি বীজ থাকে । তাহ •" origin of spicies-6th edition. p. 51.