পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S o হইবে, এখানে তামাকু বা চুরুট কিছুই থাইতে পাইবেন না", won zoo oftwa “now the cat is out of the bag.” লোকটী ভাবিতেছে তামাক খাষ্টয়া আমরা তাহাদের ধৰ্ম্মশালা অপবিত্র করিয়া দিব। শিখ মদ খাওয়া সহ করিতে পারে কিন্তু তামাক খাইলেক্ট একেবারে ধৰ্ম্মনাশ হইবে।” তখন আমরা বুঝাইয়া বলিলাম আমরা তামাক খাই না। অগত্য লোকটী একটা বাহিরের কামরা খুলিয়া দিল । সেখানে ট্রাঙ্ক রাখিয়া আমরা আহারেব সন্ধানে বাহির হইলাম। গুরুদ্বারের পাশ্বেই একটী ছোট হোটেলে ভাত ডাল খাইয়া লইলাম। ডেরাদুনের জলের কল একটু নুতন রকমের। মুগুরী পাহাড় হইতে নলের ভিতর দিয়া জল আসিয়া কতকগুলি চৌবাচ্ছায় সঞ্চিত হয়, সেই চৌবাচ্ছার গায়ে ট্যাপ লাগান আছে । এইবার গুরুদ্বার দেখিবার জন্ত, জুতা বাহিরে রাখিয়া ফটকের মধ্যে প্রবেশ করিলাম। মধ্যস্থলে উদাসীনসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু রামরায়ের কবর, তাহার চতুষ্কোণে র্তাহার চারি সহধৰ্ম্মিণীর কবর। গুরুদ্বারটা আগাগোড়া মুসলমানী ঢঙে নিৰ্ম্মিত । সেরূপ হইবার যথেষ্ট কারণ রহিয়াছে। অষ্টমগুরুর মৃত্যুর পর রামরায় শিখগণের গুরুপদপ্রার্থ হন কিন্তু শিখসর্দারগণ র্তাহার অপেক্ষা তেগবাহাদুরের যোগ্যতা অবধারণ করিয়া তেগবাহাদুরকে গুরুপদে বরণ করেন। বিফলমনোরথ রামরায় সম্রাট ঔরঙ্গজেবের শরণাপন্ন হইলে সম্রাট তাহাকে গাড়োয়াল রাজ্যের অন্তভুক্ত দুর্গ-উপত্যকায় গিয়া বাস করিতে বলিলেন এবং গাড়োয়ালরাজকে বলিয়া পাঠাইলেন যেন তিনি রামরায়ের সুবিধা করিয়া দেন। কাজেই গাড়োয়ালরাজ রামরায়কে অনেক ভূসম্পত্তি দান করিলেন। তিনি যে গ্রামে বাস করিতেন সেখানে একটা সহর বসিয়া গেল ; এইরূপে গুরুর ডেরা হইতে ডেরাদুনের উৎপত্তি। রামরায় বরাবর ঔরঙ্গজেবের নিকট আর্জি পেশ করিতে থাকিলেন ‘আমাকে গদীতে বসাষ্টয়া দিন', ঔরঙ্গজেবও তদানীন্তন শিখগুরুর মৃত্যুবাণ স্বরূপ রামরায়কে পোষণ করিতে লাগিলেন । প্রবাসী—অগ্রহায়ণ, ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড রামরায় যোগবলে মৃতের ন্যায় অনেকক্ষণ থাকিতে পারিতেন এবং পুনরায় প্রকৃতিস্থ হইতেন। একদিন এইরূপ মৃতপ্রায় হইয়া আর পুনৰ্জ্জীবিত হইলেন না। যে শয্যায় তিনি শেষ শয়ন করেন তাহ উদাসী-সম্প্রদায়ের মহা ভক্তির জিনিস-প্রতিদিন তাহার রীতিমত পূজা, 亨珊1 রামরায় অপুত্রক ছিলেন–র্তাহার পর র্যাহারা গুরু হন তাহারা সকলেই অবিবাহিত । গুরুদ্বারের ফটকের সম্মুখে একটা প্রকাও ধ্বজ আছে । প্রতি বৎসর বৈশাখমাসে মেলা হয়—সেই সময় ধবজাদও বা ঝাও একবার করিয়া বদলান হয় । শ্রদ্ধেয় জলধর সেন মহাশয়ের ‘প্রবাসচিত্র’ পড়িয়া মনে করিয়ীছিলাম এই ঝাণ্ডাটী নাজানি কি বৃহৎ নহিলে শত সহস্ৰ লোক টানাটানি করিয়া ইহাকে খাড়া করিতে পারে না ? কিন্তু দেখিয়া ইঙ্গকে তেমন কিছু বলিয়া বোধ হইল না । জন দশ পনর লোক ইঙ্গকে অনায়াসে খাড়া করিতে পারে । কিছুক্ষণ সহর দেখিয়া একটা টোঙ্গা ভাড়া করিয়া ৭ মাইল দূরবর্তী রাজপুর নামক স্থানে গেলাম। এই দীর্ঘ রাস্তাটা দিয়া যাইতে যাইতে দেখিলাম, টোঙ্গার পর টোঙ্গা করিয়া সাহেব বিবি, ছেলে মেয়ে, কঁাড়ি কঁাড়ি মালপত্র সমেত রাজপুর হইতে ডেরাদুন চলিয়াছেন— অক্টোবরের শেষে শীত পড়ায় তাহার। মুগুরী পাহাড় হইতে নামিয়া আসিতেছেন। তাহাদের চেহারা কেমন সুস্থ ও সবল —মুখ হইতে যেন রক্ত ফাটিয়া বাহির হইতেছে। দূরে মুণ্ডরী পাহাড় দেখা যাইতে লাগিল, পাহাড়টতে বৃক্ষলতাদি কিছু কম ; মুগুরী সহরের শাদা বাড়ীগুলি সবুজ পাহাড়ের গায়ে শাদ শাদা ফুটকির মত দেখাইতে লাগিল । রাজপুর মুণ্ডরী পাহাড়ের পাদদেশে অবস্থিত। বেলা চারিটার সময় আমরা সেখানে পৌছিলাম। এক্ষণে পাহাড়ী রাস্ত ধরিয়া ৭ মাইল উঠিলে তবে মুণ্ডরী সহর। যাহার দুর্বল র্তাহার এ পথটা ডাওঁী চড়িয়া যান। ডাওঁী একটা ইজিচেয়ারের স্তায় ডুলি বিশেষ, চারিজন কুলি ¥ dsiत्री बिकङ्ग छैन्त्रख ग१कङ्गन् । - . “... ----...-"-...--